(বাঁ দিকে) রাঘব চড্ডা (ডান দিকে) পরিণীতি চোপড়া। ছবি: সংগৃহীত।
দীপাবলির এক দিন আগে মা হলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের বাবা-মা হলেন রাঘব চড্ডা ও পরিণীতি। অভিনেত্রীর শ্বশুরবাড়ি দিল্লিতে। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন তিনি। আপাতত কিছু মাস সেখানেই থাকবেন পরিণীতি। তবে আবার নাকি মা হতে চান অভিনেত্রী!
পরিণীতি বছরকয়েক আগে এক সাক্ষাৎকারে জানান, তিনি একটি নয় বরং একাধিক সন্তানের জননী হতে চান। পরিণীতির কথায়, ‘‘আমি প্রচুর শিশু দত্তক নিতে চাই। এ ছাড়াও একাধিক সন্তান চাই।’’ যদিও পরিণীতি যখনই তাঁর ইচ্ছের কথা প্রকাশ্যে এনেছেন, তার উল্টোটাই নাকি হয়েছে। যেমন এক বার তিনি বলেছিলেন, ‘‘জীবনে কোনও দিন কোনও নেতাকে বিয়ে করব না।’’ কিন্তু বর্তমানে পরিণীতির স্বামী পেশায় রাজনীতিবিদ। আম আদমি পার্টির সদস্য ।
যদিও প্রথম সন্তানের আগমনে অসম্ভব খুশি রাঘব-পরিণীতি। সমাজমাধ্যমে তারকাদম্পতি পুত্রসন্তানের আগমনের কথা জানিয়ে লিখেছেন, “অবশেষে সে এসে গিয়েছে। আমাদের পুত্রসন্তান। এই মুহূর্তের আগের জীবনটা কেমন ছিল, সেটা আমরা মনেই করতে পারছি না। আমাদের কোল পূর্ণ হল। মন আরও পরিপূর্ণ হল।”
তাঁরা আরও লেখেন, “আগে আমরা পরস্পরের জন্য ছিলাম। এখন আমাদের দু’জনের কাছেই সব আছে।” পরিণীতি ও রাঘবকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।