প্যারিসের এনগেজমেন্ট

হিলটনের এনগেজমেন্টের চেয়েও যে খবরটি শিরোনামে উঠে এসেছে, তা হল হিলটনের এনগেজমেন্ট রিং!

Advertisement
শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৮ ০৬:৩০
Share:

সেই বিশেষ মুহূর্ত

ফের এনগেজমেন্ট সারলেন প্যারিস হিলটন। সপ্তাহান্তে ছুটি কাটাতে কলোরাডোর অ্যাসপেনে গিয়েছিলেন হিলটন ও ক্রিস জিলকা। সেখানেই বরফে মোড়া পাহাড়ি উপত্যকার মাঝে হিলটনকে আংটি পরিয়ে এনগেজমেন্ট সারেন জিলকা। ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন খোদ হিলটন। তবে হিলটনের এনগেজমেন্টের চেয়েও যে খবরটি শিরোনামে উঠে এসেছে, তা হল হিলটনের এনগেজমেন্ট রিং!

Advertisement

স্কি করতে গিয়ে বরফের উপরই অভিনেত্রীর সামনে হাঁটু মুড়ে বসে পড়েন ক্রিস। তার পর প্রায় ২০ ক্যারাটের একটি বিরাট হিরের আংটি পরিয়ে দেন হিলটনকে। অভিনেত্রী বলেন, ‘‘আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে, তক্ষুনি ‘হ্যাঁ’ বলে দিই।’’ পরে তিনি নিজেই জানিয়েছেন ক্রিসের সঙ্গে তাঁর প্রেমের বিস্তারিত কাহিনি। বলেছেন, প্রথম দেখাতেই হিলটন নাকি বুঝতে পেরেছিলেন, ক্রিসের সঙ্গে তাঁর সম্পর্কটা বেশ স্পেশ্যাল হতে চলেছে। ক্রিস আসলে খুবই বিশ্বাসী ও নিবেদিত-প্রাণ। তাই সম্পর্কের শুরু থেকেই হিলটন চেয়েছেন সারা জীবন ক্রিসের সঙ্গেই কাটাতে, জানিয়েছেন অভিনেত্রীই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement