Didi No 1

বদলে গেল মুখ! রচনার পরিবর্তে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালক মীর! ঝলক প্রকাশ্যে আসতেই প্রশ্নের ঝড়

এত বছর ধরে অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়কেই ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালকের ভূমিকায় দেখতে অভ্যস্ত অনুরাগীরা। আচমকাই সেই জায়গায় মীরকে দেখে অবাক সবাই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ২০:০৩
Share:

রচনা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে কেন সঞ্চালনা করবেন মীর? ছবি: সংগৃহীত।

১৫ বছর আগে প্রথম সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়কে ছোটপর্দায় দেখেছিল দর্শক। মাঝে কিছু দিনের জন্য সঞ্চালকের মুখ বদলালেও বার বার দর্শক রচনাকেই দেখতে চেয়েছেন ওই ভূমিকায়। সম্প্রতি ‘দিদি নম্বর ১’-এর প্রোমো প্রকাশ্যে আসতেই হইহই কাণ্ড। রচনার পরিবর্তে সঞ্চালকের ভূমিকায় দেখা যাচ্ছে মীরকে। প্রশ্ন, হঠাৎ কেন এই পরিবর্তন?

Advertisement

জ়ি বাংলার ‘ফ্লোর ডিরেক্টর’ রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল আনন্দবাজার ডট কমের তরফে। তিনি বললেন, “রচনাদির তত্ত্বাবধানে সব কিছু করি আমরা। এ ক্ষেত্রেও দিদির সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঙ্গে চ্যানেল কর্তৃপক্ষের মতও ছিল। মীর তো আমাদের পরিবারেরই অংশ। বহু দিনের যোগাযোগ আমাদের। আর স্বাদবদল কে না চায়!”

এই তিন পর্বের পর কি রচনাকে দেখা যাবে আবার? রাজীব, জানিয়েছেন, তিনটি পর্বে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে মীরকে। তার পর আবার দেখা যাবে রচনাকে। অনুরাগীদের একাংশের এখন প্রশ্ন, রচনা কোথায় গেলেন? ঘনিষ্ঠ সূত্র বলছে, অভিনেত্রী সম্ভবত বিদেশে। সেই জন্যই কয়েক দিনের জন্য এই পরিবর্তন। তবে আশ্বস্ত করা হয়েছে, চিন্তার কোনও কারণ নেই। ‘দিদি নম্বর ১’-এর দিদি কোথাও যাচ্ছেন না। শীঘ্রই তাঁকে দেখা যাবে নতুন পর্বে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement