Mega Serial

দিনে ৭৫ হাজার থেকে দেড় লক্ষ, এই টিভি তারকাদের পারিশ্রমিক জানলে চমকে উঠবেন

বলিউড তারকাদের বিলাসবহুল জীবন নিয়ে চর্চা রয়েইছে। হিন্দি টেলিভিশন, অর্থাৎ ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা কিন্তু কম যান না। বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত খবর বলছে, ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীদের বেতনের অঙ্ক চোখ কপালে তোলার মতোই।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৯ ১১:৫০
Share:
০১ ১২

বলিউড তারকাদের বিলাসবহুল জীবন নিয়ে চর্চা রয়েইছে। হিন্দি টেলিভিশন, অর্থাৎ ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীরা কিন্তু কম যান না। বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় কয়েকটি দৈনিকে প্রকাশিত খবর বলছে, ছোটপর্দার অভিনেতা-অভিনেত্রীদের বেতনের অঙ্ক চোখ কপালে তোলার মতোই।

০২ ১২

‘বড়ে অচ্ছে লাগতে হ্যায়’ ধারাবাহিকের রাম কপূরের পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ টাকার কাছাকাছি।

Advertisement
০৩ ১২

দিব্যাঙ্কা ত্রিপাঠীর পারিশ্রমিক দৈনিক ৯০ হাজার টাকা থেকে এক লক্ষ টাকার কাছাকাছি।

০৪ ১২

‘শক্তি অস্তিত্ব কে এহসাস কি’ ধারাবাহিকের রণিত রায়ের পারিশ্রমিকও সওয়া এক লক্ষ টাকার কাছাকাছি, এমনটাই প্রকাশিত হয়েছে সর্বভারতীয় দৈনিকে।

০৫ ১২

নকুল মেহতা, ইন্ডাস্ট্রির ‘ব্লু আইড বয়’। ‘ইশকবাজ’ ধারাবাহিকের এই অভিনেতার পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ টাকা।

০৬ ১২

‘ইয়ে হ্যায় মহব্বতেঁ’ সিরিয়ালের কর্ণ পটেলের পারিশ্রমিক দৈনিক দেড় লক্ষ টাকার কাছাকাছি।

০৭ ১২

সাক্ষী তনোয়ারের পারিশ্রমিক দৈনিক এক থেকে দেড় লক্ষ টাকা। ‘কাহানি ঘর ঘর কি’ ধারাবাহিকের জন্য বিখ্যাত তিনি।

০৮ ১২

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র দিলীপ জোশীর পারিশ্রমিকও নাকি দৈনিক দেড় লক্ষ টাকার কাছাকাছি।

০৯ ১২

‘ইয়ে রিশতা ক্যায়া কেহলতা হ্যায়’ অভিনেত্রী হিনা খানের দৈনিক পারিশ্রমিক ৯০,০০০ টাকা।

১০ ১২

সানায়া ইরানি ‘ইস পেয়ার কো ক্যায়া নাম দু’ ধারাবাহিকের জন্য বিখ্যাত। তাঁর বেতন দৈনিক ৪৫,০০০ টাকা।

১১ ১২

দ্রষ্টি ধামি টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা। তাঁর পারিশ্রমিক দৈনিক ৬৫ হাজার টাকা।

১২ ১২

সাব্বির আলুওয়ালিয়া ‘কুমকুম ভাগ্য’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা। তাঁর পারিশ্রমিক দৈনিক ৫০ থেকে ৭৫ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement