Entertainment News

বাবার সঙ্গে সময় কাটাল তৈমুর, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সম্প্রতি বাবা সইফ আলি খানের সঙ্গে সময় কাটিয়েছে তৈমুর। সেই ছবি আপাতত ভাইরাল ওয়েব মাধ্যমে। সইফের সঙ্গে বাগানে খেলা করতে দেখা গিয়েছে ছোটে নবাবকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১৩:৪৩
Share:

তৈমুর আলি খান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সোশ্যাল মিডিয়ায় সে স্টার। প্রতিদিনই যেন তার জনপ্রিয়তা আরও বাড়ছে। সে তৈমুর আলি খান

Advertisement

সম্প্রতি বাবা সইফ আলি খানের সঙ্গে সময় কাটিয়েছে তৈমুর। সেই ছবি আপাতত ভাইরাল ওয়েব মাধ্যমে। সইফের সঙ্গে বাগানে খেলা করতে দেখা গিয়েছে ছোটে নবাবকে।

ঘন ঘন মিডিয়ায় তৈমুরের ছবি দেখে প্রশ্ন তুলেছিলেন করিনার বাবা রণধীর কপূর। এত কম বয়সে প্রতিদিন নাতির ছবি কাগজে দেখে তিনি একহাত নিয়েছিলেন পাপারাত্‌জিদের। তৈমুরের বাড়ির নীচে সারাক্ষণ ফোটোগ্রাফাররা বসে থাকেন কিনা, প্রশ্ন ছিল তাঁর।

Advertisement

আরও পড়ুন, এপ্রিলেই আসছে ‘অক্টোবর’, নেপথ্যে কারা জানেন?

কিন্তু তৈমুরের মিডিয়ায় ছবি বের হওয়া নিয়ে কোনও আপত্তি তোলেননি সইফ আলি খান এবং করিনা কপূর। বরং তাঁরা প্রকাশ্যে জানিয়েছিলেন, তৈমুরকে স্বাভাবিক ভাবে বড় করে তুলতে চান। স্টার কিড হওয়ার কারণে ও যেখানেই যাবে সেখানেই অ্যাটেনশন পাবে এটা ওর ছোট থেকেই শেখা উচিত বলে মনে করেন তাঁরা।

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন ! ! 😍😍

! ! 😍😍

বলিউডটলিউডটেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন !! 😍😍

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement