Tollywood Actress Vlogging Trend

গড্ডলিকা প্রবাহে গা ভাসিয়েছেন! অভিনয় ভুলে হঠাৎ কোন কাজে মন দিলেন অভিনেত্রী সোমা?

বহু ধারাবাহিক এবং ছবিতে কাজ করেছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। ইদানীং নিজের ছোট ছোট ভিডিয়ো তৈরি করছেন তিনি। আচমকা কেন এই ইচ্ছা হল তাঁর?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৩
Share:

নতুন প্রজন্মের তালে তাল মেলাতেই নতুন শখ সোমার? ছবি: সংগৃহীত।

টলিপাড়ার প্রায় সব অভিনেতাই ইদানীং ব্যস্ত মুঠোফোনের মাধ্যমে দর্শককে তাঁদের রোজনামচার কাহিনি বলতে। ফলে শিল্পীদের জীবনের টুকিটাকি জানতে এখন আর কসরত করতে হয় না দর্শককে। নতুন প্রজন্মের ভ্লগ দেখে দেখে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ও ছোট ছোট ভিডিয়ো তৈরি করা শুরু করেছেন। হঠাৎ কেন এই ইচ্ছা জাগল তাঁর মনে?

Advertisement

তাঁর প্রজন্মের অনেক শিল্পীর এখনও সমাজমাধ্যমে কোনও প্রোফাইল নেই। সেখানে তিনি প্রায় রোজ ভিডিয়ো তৈরি করছেন আর ভাগ করে নিচ্ছেন সকলের সঙ্গে। নতুন প্রজন্মই তাঁর অনুপ্রেরণা। সোমার কথায়, “নতুন কিছু কেন শিখব না? সব কিছুরই ভাল-মন্দ রয়েছে। অনেকেই বলতে পারেন, গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছি। কিন্তু আমি কোনও জিনিসই এ ভাবে দেখি না।” পুরনো প্রজন্মের অনেকেই ‘ভ্লগ’ বিষয়টিকে অপছন্দ করেন।

কিছু দিন আগে এক অভিনেতা প্রকাশ্যেই জানিয়েছিলেন, সমাজমাধ্যমের পাতায় নিজের ব্যক্তিগত জীবন তুলে ধরার ফলে শিল্পীরা সহজলভ্য হয়ে যাচ্ছেন। যদিও এই বিষয়টিকে অন্য ভাবে দেখেন সোমা। তিনি যোগ করলেন, “ঝিলিক, ফুলকিরা তো আছে। তা ছাড়া শুটিং সেটের অনেকেই আমায় বার বার বলত ভিডিয়ো করার কথা। আর অনেককে বলতে শুনেছি তাঁদের ভিডিয়োয় আমি যদি কিছু বলি, তাঁদের ‘রিচ’ ভাল হয়। তখন মনে হল আমিও তো করতে পারি!” ভ্লগিংয়ের সবটা বেশ উপভোগ করছেন সোমা।

Advertisement

অভিনেত্রীর দুই মেয়ে। এক মেয়ে থাকেন মুম্বইয়ে। আর অন্যজন কলকাতায় পড়াশোনা করছেন। তবে মেয়েদের থেকেও এ ক্ষেত্রে বেশি সাহায্য করছেন তাঁর সহ-অভিনেতারা। ‘হীরাম্মা’র জনপ্রিয়তাকে আবার সমাজমাধ্যমের পাতায় ফিরিয়ে আনতে ইচ্ছুক সোমা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement