—প্রতীকী ছবি।
তিনি বাংলা ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় মুখ। বহু বছরের অভিনয় জীবন। সেই সঙ্গে সঞ্চালনাও করেছেন একটা সময়। কিছু দিন আগে পর্যন্ত টিআরপি তালিকায় এক নম্বরে দেখা গিয়েছিল তাঁর ধারাবাহিক। ইদানীং আর প্রথম পাঁচে দেখা যাচ্ছে না। সহ-অভিনেত্রীর সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন তো আছেই। সেই সঙ্গে এ বার আলোচনার কেন্দ্রবিন্দুতে নায়কের গোপন ভিডিয়ো। মাত্র কয়েক মিনিটের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সকলের মুঠোফোনে। কারও কারও দাবি আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ভুয়ো ভিডিয়োটি তৈরি করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে (আনন্দবাজার ডট কম এর সত্যতা খতিয়ে দেখেনি), কোনও এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে ভিডিয়ো কলে যৌন ক্রিয়াকলাপে লিপ্ত হয়েছেন। টলিপাড়ার অন্দরে নায়কের এমন ভিডিয়ো রীতিমতো অবাক করেছে ইন্ডাস্ট্রির অনেককেই। শোনা যাচ্ছে, নায়ক নিজেও জানেন যে তাঁর এমন কোনও গোপন ভিডিয়ো ফাঁস হয়েছে। যদিও তিনি এ বিষয়ে টুঁ শব্দটি করেননি।
শুধু এই নায়ক নন, টেলিপাড়ার আরও এক নায়কের নগ্ন ছবিকে কেন্দ্র করে হইচই স্টুডিয়োপাড়ায়। সমাজমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে তাঁর। তারই একটিতে তিনি নিজের নগ্ন ছবি ছড়িয়েছেন। শুধুই ছবি? অত্যন্ত আপত্তিকর ভিডিয়োও ভাগ করে নিয়েছেন, যা দেখে আঁতকে উঠেছেন অনুসরণকারীরা। অনেকে প্রথমে প্রযুক্তির কারসাজি বলে মনে করেছিলেন। নানা ভাবে যাচাই করে একাধিক মানুষের দাবি, কোথাও কোনও কারসাজি নেই। সবটাই নায়কের ‘বিকৃত মস্তিষ্কে’র ফল! গত শীতে আইনি বিয়েতে বাঁধা পড়েছেন ওই অভিনেতা। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করেছেন তিনি। যে অ্যাকাউন্ট থেকে নগ্ন ছবি, ভিডিয়ো প্রকাশ্যে এনেছেন সেই অ্যাকাউন্টটির সঙ্গে নাকি তাঁর স্ত্রীও যুক্ত। এই ঘটনা কি আদৌ সত্যি, তা নিয়ে ধন্দ থেকেই যায়।