Preity Zinta in Bobby Deol Honeymoon

ববি দেওলের মধুচন্দ্রিমায় ‘তৃতীয় মানুষ’ হিসাবে সঙ্গী হয়েছিলেন প্রীতি জ়িন্টা! ‘সোলজার’ বন্ধুকে নিয়ে কোন কথা ফাঁস অভিনেত্রীর?

১৯৯৬ সালে তন্যাকে বিয়ে করেন ববি দেওল। তাঁদের সুখের সংসার। এত দিন পর তাঁদের মধুচন্দ্রিমার কোন তথ্য ফাঁস করলেন প্রীতি?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:১০
Share:

ববি-তন্যার মধুচন্দ্রিমায় সঙ্গী ছিলেন প্রীতি? ছবি: সংগৃহীত।

সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রর দীপাবলির পার্টিতে বসেছিল চাঁদের হাট। সেখানেই পুরনো দুই বন্ধুর পুনর্মিলন। ববি দেওলকে উষ্ণ আলিঙ্গনে বাঁধলেন প্রীতি জ়িন্টা। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী তন্যা দেওলও। সেই দিনেরই একটি নিজস্বী সমাজমাধ্যমে ভাগ করে নিলেন প্রীতি আর শোনালেন এক মজার গল্প। ববি-তন্যার মধুচন্দ্রিমাতেও নাকি সঙ্গ নিয়েছিলেন প্রীতি!

Advertisement

মঙ্গলবার সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নেন প্রীতি। ফ্রেমে ববি, তন্যার সঙ্গে নায়িকা। সঙ্গে লেখেন, “কিছু কিছু বন্ধুত্ব সময়ের সঙ্গে আরও দৃঢ় হয়ে ওঠে। তন্যা আর ববির প্রথম সাক্ষাতের সময় থেকে (যেটা একটা দীপাবলির পার্টিতেই হয়েছিল, আমি সেখানেও ছিলাম এবং ওঁদের প্রেমকাহিনির শুরুর ছোট অংশ হতে পেরেছিলাম) অস্ট্রেলিয়ায় ‘সোলজার’ ছবির শুট পর্যন্ত।” এর পরেই অভিনেত্রী লেখেন, অস্ট্রেলিয়ায় ছবির গোটা টিমের সঙ্গে পাড়ি দিয়েছিলেন তন্যাও।

প্রীতির কথায়, অস্ট্রেলিয়ায় তাঁদের শুটিং-সফরেই ববি-তন্যার মধুচন্দ্রিমা সেরেছিলেন। নবদম্পতির প্রেমে নাকি ‘তৃতীয় জন’ হিসাবেই প্রবেশ করেছিলেন প্রীতি! ববি-তন্যা অবশ্য তাঁদের মধুচন্দ্রিমায় প্রিয় বন্ধুকে সঙ্গে নিয়েই ঘুরেছিলেন। কাজের ফাঁকে তিন জনের আড্ডাও হয়েছিল জমিয়ে। অনেক দিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতেই স্মৃতির ঝাঁপি খুলে বসলেন অভিনেত্রী। তাঁর কথায়, “মাঝে অনেকটা সময় পেরিয়ে গিয়েছে কিন্তু ওঁদের প্রতি আমার ভালবাসা আরও গভীর হয়েছে। ওঁরা একে অপরের জন্যই তৈরি।” তিন বন্ধুর আদুরে পোস্টে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, ১৯৯৬ সালে বিয়ে হয় ববি ও তন্যার। ১৯৯৮ সালে মুক্তি পায় ববি-প্রীতির ছবি ‘সোলজার’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement