Sunjay Kapur Controversy

সঞ্জয়ের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে তরজা জারি, বিতর্কের মাঝে প্রয়াত স্বামীর জন্য কী বিশেষ বার্তা স্ত্রী প্রিয়ার?

১৫ অক্টোবর সঞ্জয় কপূরের জন্মদিন। শিল্পপতির মৃত্যুর পরে এই প্রথম বার সমাজমাধ্যমে কিছু লিখলেন তাঁর স্ত্রী প্রিয়া কপূর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৩:১৪
Share:

সঞ্জয়ের জন্য কী লিখলেন প্রিয়া? ছবি: সংগৃহীত।

শিল্পপতি সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে তরজা জারি। বিতর্কের মাঝেই প্রয়াত স্বামীর জন্য বিশেষ বার্তা স্ত্রী প্রিয়া কপূরের। ১৫ অক্টোবর সঞ্জয়ের জন্মদিন। এক বছর আগে এই দিনটা ধুমধাম করে উদ্‌যাপন করা হয়েছিল। জন্মদিনে সঞ্জয়ের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন প্রিয়া।

Advertisement

সঞ্জয়-প্রিয়ার একান্ত মুহূর্ত থেকে সন্তানের সঙ্গে কাটানো তাঁদের বিশেষ দিনগুলো একসুতোয় বেঁধেছেন প্রিয়া। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে করিশ্মা কপূরের ছেলেমেয়েকেও। সঞ্জয়ের ৫০ বছরের জন্মদিন বড় করে উদ্‌যাপন করেছিলেন প্রিয়া। এই বছরের জন্মদিনে সঞ্জয় নেই। না থেকেও সঞ্জয়ের উপস্থিতি প্রতি মুহূর্তে অনুভব করার কথাই লিখেছেন তিনি। প্রিয়া লেখেন, “প্রতি মুহূর্তে বুঝতে পারি, আমার পাশে তুমি দাঁড়িয়ে রয়েছ। বাড়ির প্রতিটা দেওয়াল, হাওয়া, আমাদের ছেলের হাসি-কথা বলা, সবেতে তোমার উপস্থিতি প্রকট।”

সঞ্জয়ের আকস্মিক মৃত্যুর পর থেকে বিতর্কে জড়িয়েছে প্রিয়ার নাম। তাঁর বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন শ্বশুরবাড়ির সদস্যরা। প্রিয়ার বিরুদ্ধে দলিল জাল করার অভিযোগও উঠেছে। সম্প্রতি, সেই দলিলে কিছু অসঙ্গতিও ধরা পড়েছে। সোমবার আদালতে বিষয়গুলি তুলে ধরেন করিশ্মার সন্তানদের আইনজীবী। সামাইরা (২০) ও কিয়ান (১৫)-এর আইনজীবী মহেশ জেঠমলানী দাবি করেছেন, সম্পত্তির দলিলে বেশ কিছু ফাঁক থেকে গিয়েছে। যেমন, কন্যা সামাইরার বাড়ির ঠিকানা ভুল লেখা হয়েছে এবং পুত্রের নামের বানানও ভুল রয়েছে। এই দলিল আসলে সঞ্জয় তৈরিই করেননি, দাবি করেছেন আইনজীবী। তিনি আরও জানান, সঞ্জয় যথেষ্ট সুস্থ-সবল ছিলেন। ওঁর ভারতের সম্পত্তি খুবই সুরক্ষিত করে রাখা ছিল। কিন্তু দলিলে যা লেখা রয়েছে তা অত্যন্ত খারাপ মানের। সঞ্জয়ের তৈরি দলিলে এমন ভুল অস্বাভাবিক বলে মনে করেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement