প্রিয়ঙ্কার পোস্ট ঘিরে রহস্য। ছবি: সংগৃহীত।
এমনিতে খুবই ভাল মানুষ। কিন্তু একবার অসম্মান করলেই আর কোনও আপোস করেন না। প্রিয়ঙ্কা চোপড়ার রহস্যময় পোস্টে উঠে এল এমনই বার্তা। কিন্তু হঠাৎ অসম্মান নিয়ে কথা বললেন কেন অভিনেত্রী? প্রশ্ন উঠছে দেশি গার্ল-এর মধ্যে।
কেউ অসম্মান করলে তাঁকে জীবন থেকে বাদ দিয়ে দিতে দু’বার ভাবেন না প্রিয়ঙ্কা। প্রায়ই নানা রকমের অনুপ্রেরণামূলক উক্তি ভাগ করে নেন অভিনেত্রী। তেমনই একটি উক্তি সম্প্রতি নিজের সমাজমাধ্যমে ভাগ করেছেন প্রিয়ঙ্কা। সেখানে লেখা, “সাধারণত আমি খুবই ভাল এবং বুঝদার মানুষ। কিন্তু একবার আমাকে অসম্মান করে দেখুন। আপনি বুঝে যাবেন, কেন আমার জীবনে মাত্র তিনটে বন্ধু।”
এই উক্তি ভাগ করে নিয়ে প্রিয়ঙ্কা নিজে লিখেছেন, “আর কেউ এই উক্তির সঙ্গে নিজের জীবনের কোনও মিল খুঁজে পাচ্ছেন?” কিন্তু হঠাৎ কেন এই পোস্ট প্রিয়ঙ্কার? শাহরুখ খান জাতীয় মঞ্চে সম্মানিক হওয়ার পর থেকেই একের পর এক রহস্যময় পোস্ট করছেন অভিনেত্রী। শাহরুখ সম্মানিত হওয়ার পরের দিনই প্রিয়ঙ্কা একটি উক্তি ভাগ করে নেন। সেখানে লেখা ছিল, “গোবেচারা হওয়ার চেয়ে বেয়াদব হওয়া ভাল।” এই পোস্টের সঙ্গে একটি গ্রাফিক ছবি ভাগ করে নেন তিনি। সেই ছবির সঙ্গে নেটাগরিক রেখার মিল খুঁজে পান।
উল্লেখ্য, একটা সময়ে শাহরুখ খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছিল প্রিয়ঙ্কার। বলিউডে নাকি এই সম্পর্ক সর্বজনবিদিত ছিল। কিন্তু গৌরী খান বিষয়টি ভাল ভাবে নেননি। গৌরীর হস্তক্ষেপে ফের দূরত্ব তৈরি হয় শাহরুখ-প্রিয়ঙ্কার মধ্যে। এই কারণেই প্রিয়ঙ্কা নাকি বলিউ়ড ছেড়ে যেতে বাধ্য হন। তার পর হলিউডে গিয়ে নিজের পরিচিতি তৈরি করে নেন দেশি গার্ল।