Priyanka-Shah Rukh Khan

‘প্রিয়ঙ্কা ও শাহরুখের মধ্যে বহু মিল, অথচ এমন অভিনেত্রীকে দেশ ছাড়তে হল’, বিস্ফোরক মন্তব্য প্রযোজকের

কেবল অভিনেত্রী হিসাবে নয়, মানুষ হিসাবেও প্রিয়ঙ্কার ভূয়সী প্রশংসা করেন শৈলেন্দ্র।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২৩:৩৯
Share:

প্রিয়ঙ্কা ও শাহরুখের মধ্যে বহু মিল। ছবি: সংগৃহীত।

শাহরুখ খান ও প্রিয়ঙ্কা চোপড়ার সম্পর্ক নিয়ে একসময় বলিউডে তোলপাড় হয়েছিল। ফের তাঁদের প্রসঙ্গ উঠে এল প্রযোজক শৈলেন্দ্র সিংহের মুখে। তিনি এক সাক্ষাৎকারে জানালেন, শাহরুখ ও প্রিয়ঙ্কার মধ্যে নানা বিষয়ে মিল ছিল।

Advertisement

বলিউড প্রিয়ঙ্কার সঙ্গে সঠিক আচরণ করেনি, অভিনেত্রীকে যোগ্য সম্মান দেওয়া হয়নি, দাবি শৈলেন্দ্রের। তাঁর কথায়, “আমাদের ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়া উচিত প্রিয়ঙ্কা চোপড়ার মতো মানুষের। আমি এই প্রশ্নটা একাধিক বার করেছি, ‘বলিউডের কণ্ঠ তা হলে কে?’ সকলেই এই জায়গায় আসতে চান। গত ১৫ বছর ধরে এই জায়গায় কর্ণ জোহর ছিলেন। কিন্তু কেন উনি বলিউডের মুখপাত্র হবেন?”

প্রিয়ঙ্কারই বলিউডের মুখপাত্র হওয়া উচিত ছিল, মনে করেন শৈলেন্দ্র। তাঁর কথায়, “কিন্তু আমরা ওঁর সঙ্গে এমন আচরণ করলাম, যে ওঁকে দেশটাই ছাড়তে হল। সবচেয়ে বুদ্ধিমতী অভিনেত্রীকে আমরা চলে যেতে দিলাম।” শুধু অভিনেত্রী নয়, মানুষ হিসাবেও প্রিয়ঙ্কার প্রশংসা করেছেন শৈলেন্দ্র।

Advertisement

‘দেশি গার্ল’-এর প্রশংসায় তিনি আরও বলেন, “শাহরুখ নিজের কাজ খুব ভাল বোঝেন। উনি জানেন, উনি কে। খ্যাতি সম্পর্কেও ওঁর ধারণা রয়েছে। প্রিয়ঙ্কা ও শাহরুখ— শীর্ষে থাকার মতো মানুষ। এঁদেরই তো আমাদের ইন্ডাস্ট্রির অ্যাম্বাসাডর হওয়া উচিত। ওঁদের মধ্যে বহু মিল। দু’জনেই খুব প্রতিভাবান। খুব সুন্দর ভাবে নিজেদের কর্মজীবন সামাল দিয়েছেন দু’জনেই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement