Amit Shah

কলকাতা পৌঁছোলেন অমিত শাহ, হোটেলেই বৈঠক রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতা ও কেন্দ্রীয় পর্যবেক্ষকদের সঙ্গে

শনিবার ব্যারাকপুর ও শিলিগুড়িতে কর্মী সম্মেলন করবেন অমিত শাহ। তার পর রওনা দেবেন দিল্লির উদ্দেশে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ২৩:৪১
Share:

অমিত শাহ। — ফাইল চিত্র।

শুক্রবার রাতে কলকাতা পৌঁছোলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিমানবন্দরে নেমে সেখান থেকে সোজা নিউ টাউনের হোটেলে পৌঁছোন তিনি। শুক্রবার কোনও ঘোষিত কর্মসূচি না-থাকলেও বঙ্গ বিজেপির বেশ কয়েক জন শীর্ষ নেতা ও কেন্দ্রীয় পর্যবেক্ষকের সঙ্গে আলোচনায় বসেন শাহ। বিজেপি সূত্রে খবর এমনটাই। উপস্থিত ছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার প্রমুখ।

Advertisement

শাহের সঙ্গে দেখা করার জন্য উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্বের প্রথম সারির বেশ কয়েক জন নেতা ও রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক। সূত্রের খবর, হোটেলে বঙ্গ বিজেপির কয়েক জন নেতা ও পর্যবেক্ষকের সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। এ দিনের বৈঠকে শুভেন্দু, সুকান্ত, শমীক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালব্য।

আলোচ্য বিষয় নিয়ে কেউ কোনও মন্তব্য না করলেও বিজেপি সূত্রে জানা গিয়েছে, মূলত নির্বাচন প্রস্তুতি, রাজনৈতিকপরিস্থিতি ও বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি ছিল এ দিনের আলোচ্য বিষয়। প্রসঙ্গত, এক মাস আগে পশ্চিমবঙ্গে এসে দলের নেতাদের বেশ কিছু কাজের তালিকা ঠিক করে দেন শাহ। এ দিন সেই সমস্ত কাজের অগ্রগতি নিয়েও খোঁজ নেন তিনি।

শনিবার সকাল ১১টা ১০ নাগাদ প্রথমে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর যাবেন শাহ। আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনি। বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুর— এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীরা উপস্থিত থাকবেন ওই সম্মেলনে। এর পরে তিনি কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশে। বিকেলে এয়ারফোর্স ময়দানে কর্মী সম্মেলন করবেন তিনি। শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার— পাঁচটি সাংগঠনিক জেলার কর্মীরা উপস্থিত থাকবেন ওই সভায়। তার পর বিকেল সাড়ে ৪টে নাগাদ বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement