indrani haldar

Tollywood: ইন্দ্রাণীর ‘দশভূজা অ্যাকাডেমি’তে প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক? থাকবেন সপ্তর্ষি-মধুমিতা?

ইন্দ্রাণী হালদারের লেখা গল্প নিয়ে ছবি হতে চলেছে। তারকাখচিত 'দশভূজা অ্যাকাডেমি'-তে থাকতে পারেন ‘বুম্বাদা’, রঞ্জিত মল্লিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ১৭:৩৯
Share:

রঞ্জিত মল্লিক, ইন্দ্রাণী হালদার এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

টলিউডে নারীকেন্দ্রিক ছবি খুব কম হয়, এই অভিযোগ খোদ বাংলা দুনিয়ার তারকাদেরই। অভিনয় জীবনের ৪০ বছরে এসে সেই অভাব পূরণ করতে চলেছেন ইন্দ্রাণী হালদার। এই প্রথম তাঁর লেখা গল্প ছবি হতে চলেছে। নাম ‘দশভূজা অ্যাকাডেমি’। গল্পের পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। পরিচালনা করবেন ‘কুলের আচার’ ছবির পরিচালক সুদীপ দাস। আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানিয়েছেন, কাহিনি, চিত্রনাট্য লেখা, অভিনয়ের পাশাপাশি ছবির প্রযোজনাও হয়তো তিনিই করবেন। এই ছবিতেই অতিথি চরিত্রে দেখা যেতে পারে রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। প্রথম ছবিতে নতুন জুটি হিসেবে বড় পর্দায় ধরা দিতে পারেন সপ্তর্ষি মৌলিক, মধুমিতা সরকার।

Advertisement

ইন্দ্রাণী নিজে জগন্নাথ দেবের পরম ভক্ত। তাই রথযাত্রার দিন তাঁর প্রথম ছবির কথা ঘোষণা করেছেন। বলেছেন, ‘‘অনেকদিন ধরেই পড়ানোর সঙ্গে যুক্ত। বাংলার প্রত্যন্ত একাধিক গ্রামে গিয়ে অসহায় নারীদের কাছ থেকে দেখেছি। পাশাপাশি এও দেখেছি, এই প্রজন্ম ঘরের অনেক কাজ শিখে উঠতে পারেন না। ফলে, বাঙালিয়ানা যেন অনেকটাই বিস্মৃত। আমিই যেমন মোচা কাটতে পারি না। বড়ি দিতেও জানি না। মা চলে গেলে কি আমার এ সব খাওয়া বন্ধ হয়ে যাবে? ব্যস্ততার ফাঁকে এই সমস্ত কাজও বোধহয় শেখা যায়।’’ অভিনেত্রীর প্রশ্ন, সে সব শেখানোর একটি প্রশিক্ষণ কেন্দ্র বা অ্যাকাডেমি থাকলে কেমন হয়? এই ভাবনা থেকেই তাঁর প্রথম ছবি। গল্পেও তাই নারীদের প্রাধান্যই বেশি। এক দল থাকবেন শিক্ষিকার ভূমিকায়। এক দল এই প্রজন্মের প্রতিনিধি।

আপাতত বেশ কিছু দিন আগে লেখা কাহিনি-চিত্রনাট্য নতুন করে ঘষামাজা করছেন নতুন কাহিনি-চিত্রনাট্যকার। ছবিতে তাঁর দশভূজা কারা? প্রশ্ন রেখেছিল আনন্দবাজার অনলাইন। ইন্দ্রাণী বলেছেন, ‘‘আমার তালিকা লম্বা। অপরাজিতা আঢ্য, ঊষসী চক্রবর্তী, দেবলীনা দত্ত, মনামী ঘোষ, বাসন্তী চট্টোপাধ্যায়, শর্মিলা দাসকে ভেবে চরিত্র লিখেছি।’’ নায়িকার চরিত্রে তাঁর প্রথম পছন্দ মধুমিতা সরকার। ছবিতে পুরুষ চরিত্র প্রায় নেইই। অতিথি চরিত্রে ‘বুম্বাদা’ ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে রঞ্জিত মল্লিককে। থাকবেন সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। এ ছাড়া, নায়কের চরিত্রে ইন্দ্রাণীর পছন্দ সপ্তর্ষি মৌলিক অথবা বিক্রম চট্টোপাধ্যায়। সপ্তর্ষি ‘শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রাণীর ছেলে ‘ডিঙ্কা’র ভূমিকায় অভিনয় করেছিলেন।

Advertisement

বিধাননগর বা রাজারহাট এলাকার ছিমছাম রিসর্টে অ্যাকাডেমির সেট তৈরি হবে। সেখানেই পুরো ছবির শ্যুট হবে। এমনই প্রাথমিক ইচ্ছে অভিনেত্রীর। আগামী দিনে পরিচালনাতেও আসবেন ইন্দ্রাণী? ছোট পর্দার ‘শ্রীময়ী’র কথায়, ‘‘পরিচালনায় কোনও দিন আসব না। কাহিনি-চিত্রনাট্য লেখা, অভিনয়ের পাশাপাশি ইউনিটের দেখভালও করব। সাজপোশাক থেকে শ্যুটিং, সব ক্ষেত্রেই নিজেকে মেলে ধরার ইচ্ছে রয়েছে। এত কিছু সামলে পরিচালনা করা চাপের। তাই সুদীপকে দায়িত্ব দিয়েছি। বাকিটা সময় বলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন