Entertainment News

আই লভ ইউ অল, কেন বললেন পূজারিনি?

হঠাত্ই ফেসবুকে একটি ভিডিও মেসেজ শেয়ার করেছেন পূজারিনি। সেখানেই তিনি বললেন, ‘আই লভ ইউ অল।’ কিন্তু কেন এ কথা বললেন অভিনেত্রী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৮ ১৮:৩৪
Share:

পূজারিনি ঘোষ। ছবি: ফেসবুকের সৌজন্যে।

অভিনেত্রী পূজারিনি ঘোষ। নয়া জেনরেশনের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বহু অনুরাগী রয়েছে তাঁর। রবিবার হঠাত্ করেই এক বার্তা দিলেন পূজারিনি।

Advertisement

হঠাত্ই ফেসবুকে একটি ভিডিও মেসেজ শেয়ার করেছেন পূজারিনি। সেখানেই তিনি বললেন, ‘আই লভ ইউ অল।’ কিন্তু কেন এ কথা বললেন অভিনেত্রী?

আসলে আজ ফ্রেন্ডশিপ ডে। বন্ধুদের জন্যই এই মেসেজ দিয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন, তাঁর পাশে থাকার জন্য। পূজারিনি মনে করেন, বন্ধুত্ব মানেই ভালবাসা্। আবার ভালবাসার অন্য নাম বন্ধু। সে কারণেই সব বন্ধুদের প্রতি এই বার্তা দিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন, সৃজিত আমার বন্ধু, গাইড, মেন্টর, বললেন রাজনন্দিনী

আর দিন কয়েকের মধ্যেই মুক্তি পেতে চলেছে ‘ফ্ল্যাট নম্বর ৬০৯।’ আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তীর পাশাপাশি এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় দেখা যাবে পূজারিনিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement