প্রয়াত পঞ্জাবি গায়ক রাজবীর। ছবি: সংগৃহীত।
ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। প্রায় ১২ দিনের লড়াই শেষ। জনপ্রিয় পঞ্জাবি গায়ক ও অভিনেতা রাজবীর জওয়ান্দার মৃত্যু হল মোহালির হাসপাতালে। বুধবার সকালে মারা যান তিনি।
গত মাসের ২৭ তারিখে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৩৫ বছর বয়সি শিল্পীকে। ভয়ঙ্কর পথদুর্ঘটনার শিকার হয়েছিলেন রাজবীর। শিরদাঁড়ায় গুরুতর চোট পান তিনি, সেইসঙ্গে মস্তিষ্কে রক্তক্ষরণও হয় প্রবল পরিমাণে। শারীরিক অবস্থা সঙ্কটজনক ছিল তাঁর। ক্রিটিক্যাল কেয়ারে একটানা নজরদারি ও সমস্ত রকমের চিকিৎসা সত্ত্বেও শেষরক্ষা হয়নি। একাধিক অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয় তাঁর।
‘সারনেম’, ‘কম্লা’, ‘মেরা দিল’ বা ‘সর্দারি’র মতো একাধিক গান দর্শকের মনে স্থান করে নিয়েছে। গানের পাশাপাশি একাধিক পঞ্জাবি ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ২০১৩ সালে গানের জগতে কাজ শুরু করেন। চেয়েছিলেন পুলিশে চাকরি করতে। কিন্তু, গানের প্রতি নেশাকেই পেশা হিসাবে বেছে নেন। শিল্পীর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।