Punjabi Singer Arrested

আগ্নেয়াস্ত্র দেখিয়ে জিম প্রশিক্ষককে হুমকি! পঞ্জাবি গায়কের পরিণতিতে চমকে গেল মোহালি

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পিস্তল তাক করে জিমের প্রশিক্ষককে ভয় দেখাচ্ছিলেন গায়ক। যে ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভিতেও।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জুলাই ২০২৫ ১৪:০৪
Share:

গ্রেফতার পঞ্জাবি গায়ক! ছবি: সংগৃহীত।

শরীরচর্চা করতে গিয়েছিলেন পঞ্জাবি সঙ্গীতশিল্পী গিল মানুকে। সেখানে গিয়ে তিনি এমন কাণ্ড ঘটাবেন কে জানত! শেষমেশ পুলিশের হাতে গ্রেফতার হতে হল তাঁকে। কী ঘটিয়েছেন গায়ক?

Advertisement

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পিস্তল তাক করে জিমের প্রশিক্ষককে ভয় দেখাচ্ছিলেন গায়ক। যে ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ফুটেজেও। রিপোর্ট বলছে, কী ব্যায়াম করবেন তা নিয়ে কথা কাটাকাটি শুরু হয় প্রশিক্ষকের সঙ্গে। সেই তর্ক-বিতর্ক এমন জায়গায় পৌঁছয় বিরক্ত প্রশিক্ষক তাঁকে জিম থেকে বেরিয়ে যেতে বলেন। তখনই রেগে গিয়ে নিজের পিস্তল বার করে তাঁকে ভয় দেখান গায়ক গিল।

এই খবরে পঞ্জাবের মোহলি থানার পুলিশ গ্রেফতার করে গিলকে। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ভাইকেও। মোহলি থানার ডিএসপি হরিসিমরত সিংহ গিল জানিয়েছেন, সঙ্গে সঙ্গে দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ-৩২ বোর পিস্তল পাওয়া গিয়েছে গিলের কাছে। মোহলি থানার পুলিশ অস্ত্র আইনের আওতায় শিল্পীর বিরুদ্ধে সাহানা থানায় মামলা দায়ের করেছে। গায়কের দাবি, তাঁর কাছে ওই আগ্নেয়াস্ত্রের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement