Aashiqui Actor

‘পয়সার জন্য কত কী করতে হয়’! বিহারের বিয়েবাড়িতে ‘আশিকী’ অভিনেতা রাহুলের ‘গান’ দেখে ‘আফসোস’ অনুরাগীদের

একসময় পর্দায় ঝড় তুলেছিলেন রাহুল রায়। বছরকয়েক আগে লাদাখে শুটিং করতে গিয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার বিপুল খরচ সামলেছিলেন সলমন খান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৬:৫১
Share:

রাহুল রায়কে দেখে ‘আফসোস’ অনুরাগীদের। ছবি: সংগৃহীত।

১৯৯০ সালের বাণিজ্যসফল ছবি ‘আশিকী’। পর্দায় ঝড় তোলে রাহুল রায় ও অনু আগরওয়ালের জুটি। ফের চর্চায় অভিনেতা। সমাজমাধ্যমে ঘুরছে একটি ভিডিয়ো, যেখানে ৫৯ বছরের অভিনেতাকে সেই ছবির গানেই ঠোঁট মেলাতে দেখা যাচ্ছে। বিহারের এক বিয়েবাড়ির অনুষ্ঠানের মঞ্চ আলো করলেন অভিনেতা রাহুল রায়। ভাইরাল সেই মুহূর্ত। সমাজমাধ্যমে ‘আফসোস’ অনুরাগীদের।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাহুলের পরনে স্যুট। চেয়ারে বসে অভিনেতার হাতে একটা গিটার। নেপথ্যে বাজছে কুমার শানুর গাওয়া ‘আশিকী’ ছবির জনপ্রিয় গান ‘সাঁসোঁ কি জরুরত হ্যায় জ্যায়সে’। গানের সঙ্গে ঠোঁট মেলাচ্ছেন অভিনেতা। সম্প্রতি বিহারের জনপ্রিয় গণিত শিক্ষাবিদ আরকে শ্রীবাস্তবের ভাইঝির বিয়েতে গিয়েছিলেন অভিনেতা। সেখানেই তাঁকে দেখা গেল জনপ্রিয় ‘আশিকী’ ছবির চরিত্রে। তাঁর সঙ্গে গলা মেলান ওখানে উপস্থিত অতিথিরাও। হাততালিতে ফেটে পড়ে চারদিক। মঞ্চ থেকেই অনুরাগীদের সঙ্গে হাত মেলাতেও দেখা যায় অভিনেতাকে।

এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকের মন্তব্য, “এর থেকে অনেক বেশি খ্যাতি প্রাপ্য রাহুলের।’’ ক্যামেরার সামনের তারকা থেকে এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের বিয়েবাড়ির অনুষ্ঠানে পারফর্ম করা— অভিনেতার অবস্থা দেখে দুঃখপ্রকাশ করেছেন অনুরাগীরা। সমাজমাধ্যমে কেউ লেখেন, “ওঁর জন্য খারাপ লাগছে। একসময়ের তারকা অভিনেতা, ‘বিগ বস‌্‌ ১’-এর বিজয়ী।” অন্য একজন লেখেন, “পয়সার জন্য কী না করতে হয়!” আবার একজন লেখেন, “ববি দেওলের মতো ওটিটি-র সিরিজ়ে অভিনয় করতে পারতেন।” এ ছাড়াও একজন লেখেন, “ঈশ্বর এত খারাপ দিন যেন কাউকে না দেখায়।”

Advertisement

২০২০ সালে লাদাখে শুটিং করার সময় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন রাহুল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের অ্যাঞ্জিয়োগ্রাফি করা হয় সেখানে তাঁর। এর পর ওই বছরের ২৭ নভেম্বরে, মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয়েছিল তাঁকে। দেড় মাস সেখানে ভর্তি ছিলেন। ওই সময়ে অভিনেতার হাসপাতালের সমস্ত খরচ মিটিয়েছিলেন সলমন খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement