Rajkumar rao

এ বার করোনা মোকাবিলায় অর্থসাহায্য করলেন রাজকুমার রাও

করোনা মোকাবিলায় যে শুধু লকডাউন যথেষ্ট নয়, দেশের বর্ধিত সংক্রমণ ঠেকাতে যে আর্থিক সাহায্য প্রয়োজন সেই কথা ভেবেই সেলিব্রিটিরা এগিয়ে আসছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২০ ১২:৪০
Share:

রাজকুমার রাও।

করোনার মোকাবিলায় হাত বাড়িয়ে দিলেন আর এক অভিনেতা রাজকুমার রাও। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর তহবিলে অর্থ দান করলেন এই অভিনেতা।

Advertisement

তিনি যদিও কি পরিমাণ অর্থ দিয়েছেন সেটা ফলাও করে জানাননি। এই কারণেই আরও প্রশংসা পেয়েছেন তিনি নেটাগরিকদের থেকে। রবিবার নিজেই টুইটে বলেন তিনি, 'এটা একে অপরের পাশে দাঁড়ানো ও প্রশাসনকে সাহায্য করার সময়। আমি আমার অংশটুকু করেছি। আপনিও করুন..., দেশের আমাদের প্রয়োজন। জয় হিন্দ'।

করোনা মোকাবিলায় যে শুধু লকডাউন যথেষ্ট নয়, দেশের বর্ধিত সংক্রমণ ঠেকাতে যে আর্থিক সাহায্য প্রয়োজন সেই কথা ভেবেই সেলিব্রিটিরা এগিয়ে আসছেন।

Advertisement

আরও পড়ুন- বাড়িতে বসে কী দেখবেন? কোথায় দেখবেন?

সেলুলয়েডে অনুরাগ বসুর আগামী ছবির বিষয় এবং নাম লুডো। মুখ্য ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও। ছবির ফার্স্ট লুকে একদম মেয়েলি ছাঁদের মেকআপের সাজ সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই ভাইরাল ছিল রাজকুমারের লুক। রাজকুমারের ভক্তরা অপেক্ষা করে আছেন ‘লুডো’-র জন্য। এর মাঝেই করোনা ঝড় থমকে দিল বলিউডকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement