Sourav Ganguly Biopic Updates

আরও প্রস্তুতির প্রয়োজন, তাই! রাজকুমার রাওয়ের জন্যই পিছিয়ে যাচ্ছে সৌরভের জীবনীছবির শুটিং?

বাংলা ভাষা রপ্ত করেছেন স্ত্রী পত্রলেখার থেকে। এখনও বাঁ হাতে ব্যাট ধরায় ততটাও নাকি পোক্ত নন। তার জন্যই কি শুটিং পিছিয়ে দিচ্ছেন রাজকুমার?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১২:২৩
Share:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয়ের জন্য রাজকুমার রাও প্রস্তুত? ফাইল চিত্র।

নতুন করে চর্চায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীছবি। রাজকুমার রাও পর্দায় ‘দাদাগিরি’ দেখাবেন। ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়কের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় মিমি চক্রবর্তী, তা-ও এক রকম স্থির। গত কয়েক দিনে শোনা যাচ্ছিল, আগামী বছর নয়, পুজোর পরেই নাকি বহু প্রতীক্ষিত ছবির শুটিং শুরু হবে, যার অনেকটা জুড়ে থাকবে কলকাতা। মঙ্গলবার জানা গিয়েছে, এ বছর নয়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী বছর শুটিং শুরু হবে। ছবির মুখ্য অভিনেতা রাজকুমার সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখনও প্রস্তুতি সম্পূর্ণ হয়নি তাঁর। তাঁকে আরও অনেক কিছু শিখতে হবে, অভ্যাস করতে হবে। তবেই তিনি পর্দায় নিখুঁত ভাবে ‘সৌরভ গঙ্গোপাধ্যায়’ হয়ে উঠতে পারবেন। সেইজন্য পরিচালক বিক্রম মোটওয়ানে এবং প্রযোজক লভ রঞ্জনের কাছে শুটিং পিছিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Advertisement

এ দিকে এ-ও শোনা যাচ্ছে। একা রাজকুমার নন, ছবির পরিচালক-প্রযোজকেরও নাকি একই ইচ্ছা। তাঁরা এখনও চিত্রনাট্য নিয়ে ঘষামাজা করছেন। শোনা যাচ্ছে, সাম্প্রতিক কিছু ঘটনাবলিও নাকি যুক্ত হচ্ছে চিত্রনাট্যে। যার জন্য নতুন করে চিত্রনাট্য ঘষামাজার কাজ চলছে। পাশাপাশি রাজকুমার নিজেই বলেছেন, “আমি ক্রিকেট খেলতে জানি। কিন্তু দাদার মতো বাঁ-হাতি খেলোয়াড় নই। সবার আগে সেটা রপ্ত করতে হবে।” এই কারণেই নাকি তিনি এখনও বাংলার ‘মহারাজ’-এর মুখোমুখি হননি। অভিনেতা জানিয়েছেন, নিজেকে প্রস্তুত করে তবে তিনি ‘দাদা’র মুখোমুখি হবেন।

আপাতত মন দিয়ে বাংলা শিখছেন রাজকুমার। বাঙালি স্ত্রী পত্রলেখা ইতিমধ্যেই তাঁকে অনেকটা শিখিয়ে ফেলেছেন। সদ্য মুক্তি পেয়েছে অভিনেতার নতুন ছবি ‘মালিক’। তারই সংবাদিক সম্মেলনে তিনি কিছু কথোপকথন বাংলা থেকে হিন্দিতে তর্জমা করে শোনান। এ ছাড়া, নিয়মিত শরীরচর্চাও করছেন, যাতে যে কোনও দৃশ্য সাবলীল ভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পারেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement