Raju Srivastava

Raju Srivastava: শারীরিক অবস্থার সামান্য উন্নতি হলেও জ্ঞান ফেরেনি, রাজু শ্রীবাস্তব এখনও সঙ্কটজনকই

হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রাজু শ্রীবাস্তব। তাঁর শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে বলে জানালেন চিকিৎসকেরা।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ১২ অগস্ট ২০২২ ১২:১৩
Share:

কৃত্রিম ভাবে শ্বাস নিচ্ছেন রাজু

এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন কৌতুকশিল্পী, অভিনেতা রাজু শ্রীবাস্তব। দিল্লির এমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। আগের চেয়ে তাঁর স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।যদিও তিনি এখনও ভেন্টিলেশনেই রয়েছেন। কৃত্রিম ভাবে শ্বাসপ্রশ্বাস চালু রয়েছে রাজুর। এখনও তাঁর জ্ঞান ফেরার লক্ষণ নেই বলেও জানিয়েছেন চিকিৎসকেরা।বুধবার জিমে ট্রেডমিলে ছুটতে ছুটতে হঠাৎ পড়ে যান রাজু। জিম ট্রেনার তাঁকে দ্রুত এমসে নিয়ে গিয়ে ভর্তি করান। জানা যায়, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন কৌতুকশিল্পী। হাসপাতালে ভর্তির পর আবার অ্যাঞ্জিওপ্ল্যাস্টি হয়। তাঁর বুকে দু’টি স্টেন্ট বসানো হয়েছে। ফুসফুসের চিকিৎসাও চলছে।চিকিৎসক অনিল মুরারকা জানিয়েছিলেন, ‘‘রাজুর অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। তাঁর মস্তিষ্ক কাজ করছে না। সেই জন্যই ভেন্টিলেটরের সাহায্য নিতে হচ্ছে।”

Advertisement

১৯৮০ সাল থেকে মানুষকে হাসিয়ে চলেছেন শ্রীবাস্তব। বিভিন্ন কৌতুক অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন তিনি। পাশাপাশি ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘বাজিগর’, ‘বম্বে টু গোয়া’-সহ বহু ছবিতে তাঁর উপস্থিতি মানুষকে আনন্দ দিয়েছে। বর্তমানে ফিল্ম ডেভেলপমেন্ট কাউন্সিল অফ উত্তরপ্রদেশের চেয়ারম্যানের পদে রয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন