স্মৃতি ইরানিকে মন্তব্য করে বিপাকে রাম। ছবি: সংগৃহীত।
স্মৃতি ইরানির চেহারা নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাম কপূর। কিছু দিন আগেই নিজের ওয়েব সিরিজ় ‘মিস্ট্রি’র প্রচারে গিয়ে কয়েকটি মন্তব্য করে অস্বস্তিতে ফেলেছিলেন মহিলা সহকর্মীদের। এ বার অভিনেত্রী তথা বিজেপি নেত্রীর চেহারা নিয়ে মন্তব্য করে ফাঁপরে পড়লেন রাম কপূর। চেহারা ভারী হওয়া সত্ত্বেও কাজের জগতে স্মৃতি ইরানি। এমন একটি মন্তব্য করেই বিতর্কে জড়িয়েছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাম কপূর বলেন, “পুরুষদের ক্ষেত্রে চেহারা ভারী হলে সফল হওয়া কঠিন হয়ে ওঠে। যেমন আমার ক্ষেত্রে হয়েছে। তবে বিপরীত লিঙ্গের ক্ষেত্রে সেটা হয় না। স্মৃতি অত ভারী চেহারার হওয়া সত্ত্বেও সাফল্য পেয়েছিলেন।”
রাম কপূর এক সময়ে স্থূলকায় ছিলেন। তার পরে তিনি ওজন কমান। এই প্রসঙ্গে রাম বলেন, “ওঁর (স্মৃতি) চেহারা আমার মতোই ছিল। মহিলা হয়েও সেই ওজন নিয়ে উনি আমার চেয়েও বেশি সফল হন। কিন্তু উনি আগে অভিনয়জগৎ থেকে সরে গেলেন।” রামের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। নেটাগরিকের মত, ওজন কমানোর পর থেকে একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন রাম।
এক নেটাগরিক কটাক্ষ করে লিখেছেন, “রামের কি মনে হয় তিনি স্মৃতির চেয়ে ভাল অভিনেতা?” আর এক জন লিখেছেন, “ওজন কমানোর পর থেকেই ইনি এমন হয়ে গিয়েছেন। আগে খুবই ভদ্র অভিনেতা ছিলেন।” আর এক জন লিখেছেন, “একে বডিশেমিং বলা হয়। এই অভিনেতাকে কেউ চুপ করতে বলুন। নিজে ওজন কমিয়ে খালি উল্টোপাল্টা মন্তব্য করেছেন।”