Entertainment News

মাহিরা বিতর্কে মুখ খুললেন রণবীর কপূর

পাশাপাশি তাঁর সরস মন্তব্যে মনে করিয়ে দিয়েছেন, ‘‘ঘৃণা এবং সিগারেট দুই-ই শরীরের পক্ষে ক্ষতিকারক।’’ মাহিরা অবশ্য এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৪:১১
Share:

এই ছবিই ইন্টারনেট দুনিয়ায় ভাইরাল।

অলস দুপুর। বন্ধুর সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে আপনি সিগারেট খেলেন। তাতে কি কারও কিছু যায় আসে? কিন্তু সেই দুই বন্ধু যদি হন রণবীর কপূর এবং মাহিরা খান, তবে তো শোরগোল হবেই! অন্তত সোশ্যাল সাইটে ভাইরাল হওয়া দুই তারকার সিগারেট খাওয়ার ছবি নিয়ে গত দু’দিন ধরে তেমনটাই শুরু হয়েছে। মাহিরা বা রণবীর এ নিয়ে এত দিন মুখ না খুললেও তাঁদের সমর্থনে পাশে দাঁড়িয়েছেন অনেকেই। বিতর্কের প্রায় ৪৮ ঘণ্টা পরে অবশেষে মুখ খুললেন খোদ রণবীর। পাশে দাঁড়ালেন বান্ধবী মাহিরা খানেরও।

Advertisement

আরও পড়ুন, মাহিরার সঙ্গে রণবীরের সম্পর্কের জল্পনা নিয়ে মুখ খুললেন ঋষি

আরও পড়ুন, এই মহিলাকে ছেড়ে নাকি থাকতেই পারছেন না রণবীর কপূর!

Advertisement

কী বলেছেন রণবীর?

এনডিটিভি’র খবর অনুযায়ী, রণবীর জানিয়েছেন, কয়েক মাস ধরে মাহিরাকে তিনি ব্যক্তিগত ভাবে চেনেন। তাঁর সাফল্যের জন্য মাহিরাকে পছন্দ করেন, সম্মান করেন। তবে তার চেয়ে বেশি পছন্দ করেন ব্যক্তি মাহিরাকে। যে ভাবে মাহিরার সঙ্গে তাঁর ছবি নিয়ে চুলচেরা বিচার চলছে, জল্পনা চলছে, তা ঠিক নয় বলেই মনে করেন রণবীর। তিনি বলেছেন, ‘‘শুধু এক জন মহিলা হওয়ায় মাহিরাকে যে অসম বিচারের সম্মুখীন হতে হয়েছে তা দুঃখের। তাই অনুরোধ, এ সব সমালোচনা বন্ধ করে নিজের দিকে তাকান। ... নিজের সুন্দর জীবন উপভোগ করুন।’’

পাশাপাশি তাঁর সরস মন্তব্যে মনে করিয়ে দিয়েছেন, ‘‘ঘৃণা এবং সিগারেট দুই-ই শরীরের পক্ষে ক্ষতিকারক।’’ মাহিরা অবশ্য এখনও এ নিয়ে কোনও মন্তব্য করেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement