আলিয়া নয়, জন্মদিনে রণবীরকে চুমুতে ভরাল কে? ছবি: সংগৃহীত।
রবিবার ৪৩-এ পা দিলেন তিনি। যখন তাঁর বলিউডে আত্মপ্রকাশ হয়, সেই সময় থেকেই নারী হৃদয়ে হিল্লোল তুলেছিলেন রণবীর। একাধিক নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। যদিও এই মুহূর্তে আলিয়া ভট্টকে বিয়ে করে ঘোর সংসারী রণবীর। জন্মদিনে একাধিক উপহার পেয়েছেন। তবে বিশেষ একটা উপহার হিসেবে পেলেন ৪৩টা চুমু। এত চুমু রণবীরকে দিল কে?
রবিবার জন্মদিনটা দুর্দান্ত কাটিয়েছেন রণবীর। অভিনেতা সোমবার জানান, ‘‘আমি জন্মদিনে মা, আলিয়া ও রাহার সঙ্গে ছিলাম। এর চেয়ে ভাল কী-ই বা চাইতে পারতাম জন্মদিনে!’’ স্ত্রী আলিয়ার একটি ছবি পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, বাবার জন্য কেক সাজাচ্ছে মেয়ে। রণবীর বলেন, ‘‘রাহা বলেছিল আমাকে ৪৩টা চুমু দেবে। সেটাই করেছে। সঙ্গে হাতে লেখা চিঠি।’’
তিন বছর বয়স হতে চলল রাহার। বাবাকে চিঠিতে সে লেখে, ‘‘তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা।’’ রাহা ছোটবেলা থেকেই বাবার ন্যাওটা। যত বারই তার ছবি প্রকাশ্যে এসেছে, কখনও বাবার সঙ্গে খেলতে, কখনও আবার বাবার কোলে বসে আদর খেতে দেখা গিয়েছে তাকে।