bollywood

‘কবীর সিং’ পরিচালকের নতুন ছবিতে রণবীর!

প্রাথমিক কথাবার্তা এগোলেও এখনও এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানাননি রণবীর অথবা সন্দীপ। তবে বিশেষ সূত্র বলছে, ছবিটি যদি রণবীর করতে রাজিও হন, শুটিং শুরু হতে বেশ খানিকটা দেরি হবে। কারণ, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শামসেরা’ নিয়ে আপাতত বেজায় ব্যস্ত ঋষি-পুত্র।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৮
Share:

সন্দীপ রেড্ডি এবং রণবীর কপূর

শাহিদ কপূর এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘কবীর সিং’-এর অসামান্য সাফল্যের পর আবার নতুন ছবি নিয়ে ফিরছেন পরিচালক সন্দীপ রেড্ডি। বিভিন্ন সূত্র বলছে,নতুন ছবির জন্য রণবীরকেই মনে ধরেছে পরিচালকের। ছবি নিয়ে কথাবার্তাও হয়েছে এক প্রস্থ। আর প্রাথমিক ভাবে রণবীরেরও নাকি মনে ধরেছে ছবির স্ক্রিপ্ট।

Advertisement

প্রাথমিক ভাবে কথাবার্তা এগোলেও এখনও এ বিষয়ে অফিশিয়ালি কিছু জানাননি রণবীর অথবা সন্দীপ। তবে বিশেষ সূত্র বলছে, ছবিটি যদি রণবীর করতে রাজিও হন, শুটিং শুরু হতে বেশ খানিকটা দেরি হবে। কারণ, ‘ব্রহ্মাস্ত্র’ এবং ‘শামসেরা’ নিয়ে আপাতত বেজায় ব্যস্ত ঋষি-পুত্র।

‘টু বি’ অর ‘নট টু বি’-র অদ্ভুত মিশেলে মাখা ‘কবীর সিং’ বক্স অফিসে সফল হয়েছিল। বিতর্কেও জড়িয়েছিল বেশ কয়েক বার। তা সত্ত্বেও কবীর এবং প্রীতির অদ্ভুত রসায়ন দাগ কেটেছিল সিনেপ্রেমীদের মনে।

Advertisement

আরও পড়ুন- ব্যাঙ্ক লুটবেন প্রিয়ঙ্কা! হুঁশিয়ারি মুম্বই পুলিশের

আরও পড়ুন-সলমন বা রণবীর নয়, ‘ইনশাল্লাহ’য় আলিয়ার সঙ্গে জুটি বাঁধছেন এই সুপারহিট বলি নায়ক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement