ভ্যালেন্টাইন’স ডে-তে দীপিকার জন্য টরন্টো উড়ে গেলেন রণবীর

আর দু’দিন। তারপরই ভ্যালেন্টাইন’স ডে। এমন একটা দিন যে বলিউডের লভবার্ডসরা সেলিব্রেট করবেনই তা আর নতুন কী। তবে গোটা বলিউডে কিন্তু ছবিটা এক রকম নয়। এক দিকে গার্লফ্রেন্ড দীপিকার জন্য রণবীর সিং টরন্টো উড়ে যাচ্ছেন, অন্যদিকে ভ্যালেন্টাইন’স ডে-তে হয়তো দেখাই হবে না রণবীর-ক্যাটরিনার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৭
Share:

আর দু’দিন। তারপরই ভ্যালেন্টাইন’স ডে। এমন একটা দিন যে বলিউডের লভবার্ডসরা সেলিব্রেট করবেনই তা আর নতুন কী। তবে গোটা বলিউডে কিন্তু ছবিটা এক রকম নয়। এক দিকে গার্লফ্রেন্ড দীপিকার জন্য রণবীর সিং টরন্টো উড়ে যাচ্ছেন, অন্যদিকে ভ্যালেন্টাইন’স ডে-তে হয়তো দেখাই হবে না রণবীর-ক্যাটরিনার।

Advertisement

এই বছর বলিউডে কোনও ছবি মুক্তি না পেলেও হলিউডে আত্মপ্রকাশ ঘটছে দীপিকার। এই মুহূর্তে টরন্টোয় ভিন ডিজেলের সঙ্গে এক্স থ্রি ছবির শুটিংয়ে ব্যস্ত রয়েছেন দীপিকা। ভ্যালেন্টাইন’স ডে উদযাপন করতে তাই টরন্টোই বেছে নিলেন রণবীর। সূত্রে খবর, বেফিকর ছবির শুটিং শুরু হওয়ার আগে রণবীরের হাতে এখন বেশ কিছুটা ফ্রি সময় রয়েছে। তাই কানাডা উড়ে গিয়ে দীপিকাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন তিনি। গতকাল ভোরেই তিনি টরন্টো উড়ে গিয়েছেন। বিমান বন্দরে এক ভক্তের আবদারে তাঁর সঙ্গে সেলফি তোলেন রণবীর। ফ্যান সেই ছবি ইনস্টাগ্রামে আপলোড করার পরই ছড়িয়ে পড়ে খবর।

কতটা সারপ্রাইজড হলেন দীপিকা?

Advertisement

আরও পড়ুন: ক্যাটরিনাকে নিয়ে লেট নাইট ড্রাইভে গেলেন সলমন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement