রণবীর! ইটস্ রিয়্যালি হট!

ইটস্ রিয়্যালি হট! রণবীর সিংহ, ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদে আপনার এবং দীপিকা পাড়ুকোনের যে ফটোশুট সদ্য ছাপা হয়েছে, আবার বলছি, ইটস্ রিয়্যালি হট!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ১৫:০০
Share:

ইটস্ রিয়্যালি হট! রণবীর সিংহ, ‘ভোগ’ পত্রিকার প্রচ্ছদে আপনার এবং দীপিকা পাড়ুকোনের যে ফটোশুট সদ্য ছাপা হয়েছে, আবার বলছি, ইটস্ রিয়্যালি হট!

Advertisement

অবশ্য, শুধু আমরাই নই, আপনি নিজেও তো বলছেন সে কথাই! পত্রিকা হাতে আসার পর আর দেরি না করে নিজেদের ফটোশুটটা টুইটারে পোস্ট করে আপনি তো লিখেছেন— ‘হ ট নে স!!!’

তাহলে কি শেষ পর্যন্ত নিজেদের সম্পর্কটাকে নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করেছেন দীপিকা-রণবীর?

Advertisement

দীপিকা অবশ্য এ ব্যাপারে কোনও দিনই আগ বাড়িয়ে কিছু বলেন না। আবার, অস্বীকারও করেন না ব্যাপারটাকে তেমন ভাবে!

তবে, রণবীর সিংহকে এ ব্যাপারে ঠেকিয়ে রাখা মুশকিল। দীপিকার প্রশংসা করতে শুরু করলে তিনি আর থামতেই চান না। কিছু দিন আগেই তিনি বলেছেন, “দীপিকার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি!’ সে পর্ব শেষ না হতেই এ বার বলছেন, “দীপিকার চোখদুটো বেশ বড়, মুখটাও খুব সুন্দর। একেবারে টিপিক্যাল ফিল্মি একটা লুক আছে। আমার ওকে সিনেমায় দেখতে খুব ভাল লাগে। সব সময়েই আমি ওকে হাঁ করে দেখি!”

রণবীরের সেই টুইট

তবে, ‘ভোগ’-এর ফটোশুটটাও কম ফিল্মি নয়! ‘ডিওর’-এর টাইট জাম্পসুট আর ধ্রুপদী ঝুমকার যুগলবন্দিতে রীতিমতো ফিল্মি আমেজ এসেছে দীপিকার চেহারায়। পাশাপাশি, সেটাকে সঙ্গত করছে রণবীরের পাকানো গোঁফ আর ওই ‘ডিওর’-এরই সুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement