২৫০ দিন পর ‘বাজিরাও গোঁফ’ কাটলেন রণবীর

বাজিরাও সাজতে পেল্লায় এক হ্যান্ডলবার গোঁফ রেখেছিলেন রণবীর সিংহ।শুটিং শেষ হয়ে যাওয়ার পরও ছবির প্রচারের জন্য এত দিন সেই গোঁফ অটুট ছিল। তৈরি হয়েছিল নতুন স্টাইল স্টেটমেন্ট। ছবি মুক্তির পর এ বার সেই গোঁফ উড়িয়ে দিলেন রণবীর। সেই ছবিও টুইটারে পোস্ট করেছেন রণবীর।

Advertisement
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৫ ১৭:৫৬
Share:

বাজিরাও সাজতে পেল্লায় এক হ্যান্ডলবার গোঁফ রেখেছিলেন রণবীর সিংহ।শুটিং শেষ হয়ে যাওয়ার পরও ছবির প্রচারের জন্য এত দিন সেই গোঁফ অটুট ছিল। তৈরি হয়েছিল নতুন স্টাইল স্টেটমেন্ট। ছবি মুক্তির পর এ বার সেই গোঁফ উড়িয়ে দিলেন রণবীর। সেই ছবিও টুইটারে পোস্ট করেছেন রণবীর।

Advertisement

কত দিন রণবীর এই গোঁফ রেখেছিলেন জানেন? টানা ২৫০ দিন পর গোঁফ ছাঁটলেন তিনি। আর তা ছাঁটাও হল দীপিকার হাতের ছোঁয়ায়। গোঁফ কাটার সেই ভিডিও টুইট করেছেন রণবীর। দেখুন সেই ছবি-

Advertisement

পড়ুন বিক্ষোভের জেরে পুণেতে রিলিজই হল না বাজিরাও মস্তানি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement