Entertainment News

রক অন ২ নিয়ে উত্তেজনা চেপে রাখতে পারছেন না বাজীরাও

২০০৮ সালে মুক্তি পেয়েছিল 'রক অন'। তার পর থকেই সিক্যোয়েলের অপেক্ষায় রয়েছে দর্শক। অবশষে এল সেই দিন। রাত পোহালেই মুক্তি পেতে চলেছে 'রক অন ২'। তাই নিয়ে শুধু দর্শকদের নয়, বলিউডেও চড়ছে উত্তেজনার পারদ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৬ ১২:১৪
Share:

২০০৮ সালে মুক্তি পেয়েছিল 'রক অন'। তার পর থকেই সিক্যোয়েলের অপেক্ষায় রয়েছে দর্শক। অবশষে এল সেই দিন। রাত পোহালেই মুক্তি পেতে চলেছে 'রক অন ২'। তাই নিয়ে শুধু দর্শকদের নয়, বলিউডেও চড়ছে উত্তেজনার পারদ।

Advertisement

বাজীরাও রণবীর সিংহ ‘রক অন ২’- কে ঘিরে তাঁর উত্তেজনা চেপে রাখতে পারেননি। টুইটারে একটি ডাবস্ম্যাশ ভিডিও পোস্ট করে ফেলেছেন। নিজের গাড়ির হুড খুলে রক অন-এর 'পিছলে সাত দিনো মে' গানটিতে লিপ সিঙ্ক করেছেন তিনি।

রক অন ২-র প্রচারে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে ছবির গান। গানগুলো যে গেয়েছেন ছবির অভিনেতারাই। অভিনয় করেছেন ফারহান আখতার, শ্রদ্ধা কপূর, অর্জুন রামপাল, পূরব কোহলি, শশাঙ্ক অরোরা, প্রাচী দেশাই এবং সাহানা গোস্বামী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement