‘যে কোনও বয়সের মহিলাকে আমি এন্টারটেন করি!’

তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাঁর লেডি লভও বি-টাউনে পরিচিত মুখ। তাঁরা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। এ হেন রণবীর বলেই ফেললেন, ‘‘মহিলাদের উপস্থিতির প্রত্যেক মুহূর্ত আমি এনজয় করি। তার জন্য জাত, ধর্ম বা বয়স কোনও বাধা নয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:২৪
Share:

তিনি বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর। তাঁর লেডি লভও বি-টাউনে পরিচিত মুখ। তাঁরা রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোন। এ হেন রণবীর বলেই ফেললেন, ‘‘মহিলাদের উপস্থিতির প্রত্যেক মুহূর্ত আমি এনজয় করি। তার জন্য জাত, ধর্ম বা বয়স কোনও বাধা নয়। যে কোনও মহিলাই আমার পছন্দের। আসলে সব মহিলাকেই আমি ভাল ভাবে এন্টারটেন করতে পারি। সকলের মুখেই হাসি ফোটাতে পারি।’’

Advertisement

তা রণবীর হঠাত্ একথা কেন বললেন? দীপিকার সঙ্গে সম্পর্ক ঠিক আছে তো?

বি-টাউনের রিভিউ বলছে, রণবীর এমনিতেই খুব হাসিখুশি। ছবির সেটে কলিগদের সঙ্গে সব সময় মজা করতে থাকেন। তাঁর মহিলা অনুরাগীর সংখ্যাও প্রচুর। আর যে কোন জায়গায় মহিলাদের ভালই সামলান তিনি। দীপিকার জন্মদিনেই তাঁকে বিয়ে করার প্রস্তাবও দেন নায়ক। তার পরও এত মহিলা প্রীতি ভালভাবে দেখছে না বলি মহলের একটা বড় অংশ।

Advertisement

দীপিকা শুনছেন তো?

আরও পড়ুন

জন্মদিনে দীপিকাকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

কোন রণবীরকে ভালবাসেন দীপিকা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement