Ranveer Singh

অতীত থেকে বর্তমান, জীবনের নানা মুহূর্তের ছবি ভেসে উঠল রণবীরের ইনস্টাগ্রামে

অতীত থেকে বর্তমান, তাঁর এই পুরো যাত্রাকেই তুলে ধরা হয়েছে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২১ ২১:৫১
Share:

রণবীর সিংহ।

২০১০ সাল। বলিউডে পা রেখেছিলেন রণবীর সিংহ। বর্তমানে বলিউডের প্রথম সারির অভিনেতাদের কথা ভাবলে তাঁর নাম সেই তালিকার বেশ উপরেই থাকে। এক সময় সহকারী পরিচালক হিসেবে পর্দার পিছনে কাজ করা রণবীর অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন যশ রাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ ছবির মাধ্যমে। সেই প্রথম রণবীর সিংহ ভবনানী নামটাথেকে ভবনানী গেল বাদ। বলিউড পেল রণবীর সিংহকে। প্রথম ছবিতেই দিল্লির প্রাণোচ্ছ্বল ‘বিট্টু শর্মা’ হয়ে দর্শকের মন জয় করেন তিনি। এর পরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘রামলীলা’, ‘দিল ধড়ক নে দো’, ‘বাজিরাও মস্তানি’, ‘গল্লি বয়’, ‘পদ্মাবত’, একের পর এক সফল ছবি করেছেন তিনি। বলিউডের রঙিন পাতায় নিজর গল্প নিজেই লিখেছেন রণবীর।

Advertisement

অতীত থেকে বর্তমান, তাঁর এই পুরো যাত্রাকেই তুলে ধরা হয়েছে এক বহুজাতিক সংস্থার বিজ্ঞাপনে। অভিনেতার অডিশন পর্ব থেকে শুরু করে তাঁর সাফল্যের শিখর ছোঁয়ার আখ্যান আরও একবার নতুন করে বলা হয়েছে সংক্ষিপ্ত একটি ভিডিয়োর মাধ্যমে।

সেই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামেও ভাগ করে নিয়েছেন রণবীর। মাত্র ১ ঘন্টাতেই ৩ লক্ষের কাছাকাছি লাইক পেয়েছে এই পোস্ট। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন পর্দার ‘খিলজী’-কে।

Advertisement

খুব শীঘ্রই রণবীরকে দেখা যাবে কবীর খান পরিচালিত ’৮৩’ ছবিতে। ১৯৮৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাঠে নেমে ভারতের বিশ্বকাপ জয়ের গল্প বলবে এই ছবি। তৎকালীন অধিনায়ক কপিল দেবের ভূমিকায় দেখা যাবে অভিনেতাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন