Entertainment News

‘নাঙ্গা পুঙ্গা’ ছবি শেয়ার করলেন রণবীর!

উর্দ্ধাঙ্গ অনাবৃত। দু’হাত মাথার পিছনে। এমনই একটি ছবি শেয়ার করেছেন রণবীর। সে ছবির ক্যাপশনে নিজেই লিখেছেন, ‘নাঙ্গা পুঙ্গা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ১৬:০৯
Share:

রণবীর সিংহ। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ রণবীর সিংহ। কখনও নিজের, কখনও বা স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করেন। কিন্তু বোল্ড ছবি? না! রণবীরের প্রোফাইলে সে সব বিশেষ দেখা যায় না। তবে এ বার বোল্ড হলেন রণবীর। শেয়ার করলেন ‘নাঙ্গা পুঙ্গা’ ছবি!

Advertisement

উর্দ্ধাঙ্গ অনাবৃত। দু’হাত মাথার পিছনে। এমনই একটি ছবি শেয়ার করেছেন রণবীর। সে ছবির ক্যাপশনে নিজেই লিখেছেন, ‘নাঙ্গা পুঙ্গা’।

রণবীরের ‘সিম্বা’ এবং ‘গাল্লি বয়’ বক্স অফিসে ভাল রেজাল্ট করেছে। তাঁর অভিনয়েরও প্রশংসা হয়েছে। বিয়ের পর সংসারে অনেক বেশি মন দিয়েছেন দীপিকা। সবেমাত্র ফ্লোরে ফিরেছেন। বেছে কাজ করছেন। মেঘনা গুলজারের ‘ছপক’-এ তাঁকে দেখা যাবে। ভবিষ্যতে রণবীর সিংহের সঙ্গেও স্ক্রিন শেয়ারের সম্ভাবনা রয়েছে তাঁর।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, মেয়েমানুষ নয়, মেয়েদের মানুষ ভাবা হোক

नंगा पूँगा

A post shared by Ranveer Singh (@ranveersingh) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement