নাকে নথ পরলেন রণবীর!

তিনি বলি টাউনের এলিজেবল ব্যাচেলার। আবার ফ্যাশন সেন্সেও তাঁকে হারানো কঠিন। তিনি রণবীর সিংহ। ফ্যাশনিস্তা রণবীর এ বার নাকে নথ পরলেন!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:০২
Share:

তিনি বলি টাউনের এলিজেবল ব্যাচেলার। আবার ফ্যাশন সেন্সেও তাঁকে হারানো কঠিন। তিনি রণবীর সিংহ। ফ্যাশনিস্তা রণবীর এ বার নাকে নথ পরলেন!

Advertisement

প্রত্যেক ছবিতে যেমন ভিন্ন চরিত্রে অভিনয় করেন তেমনই বদলে ফেলেন নিজের ফ্যাশন স্টেটমেন্টও। একটি জনপ্রিয় ম্যাগাজিনের ফটোশুটের জন্য এ বার তাই নাকে নথ পরতেও পিছ পা হলেন না নায়ক। ওই ছবিতে নীল শার্টের সঙ্গে হালকা দাড়িতে বেশ কনফিডেন্ট দেখতে লাগছে তাঁকে। নাক থেকে ঝোলানো নথের চেন চলে গিয়েছে কান পর্যন্ত। বেশ অন্যরকম লুকে নিজেকে সাজিয়েছেন তিনি।

আরও পড়ুন: ভার্জিনিটি খুইয়েছি ১২ বছর বয়সে: রণবীর সিংহ

Advertisement

আরও পড়ুন: দীপিকা-রণবীরের গোপন প্রেম!

জানেন কি নথ পরে রণবীরের নিজের কেমন লাগছে? তাঁর এক ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, এই নতুন গয়না পরে নায়ক বেশ এনজয় করছেন। তবে তাঁর ‘লেডি লভ’ দীপিকার কেমন লেগেছে তা অবশ্য জানা যায়নি। সম্প্রতি ‘বাজিরাও মস্তানি’ ছবিতে দীপিকাকে নথ পরতে দেখা গিয়েছে। তিনি নিজে নথ পরলেও প্রেমিকের নথ পরা কি মেনে নেবেন? এর উত্তর দেবে সময়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement