Rashmika Mandanna

হাতে বাকি মাত্র ২৬ দিন! বিজয়ের সঙ্গে বিয়ের নিমন্ত্রণ শুরু করে দিলেন রশ্মিকা?

নিজের সম্পর্ক ও বিয়ে নিয়ে এখনও তারকাজুটি মুখে কুলুপ এঁটে রয়েছেন। এ বার বিয়েতে নিমন্ত্রণ পাওয়ার আবদার করতেই ছবিশিকারিদের কী বললেন রশ্মিকা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ১৩:৪৫
Share:

(বাঁ দিকে) বিজয় রশ্মিকা, (ডান দিকে) রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।

ফেব্রুয়ারিতেই নাকি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা বিয়ের পিঁড়িতে বসবেন! জানা গিয়েছে, সব ঠিক থাকলে ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি প্রাসাদে বিয়ে সারবেন তাঁরা। উপস্থিত থাকবেন দুই পরিবার এবং অতি নিকটজন। তবে এই বিষয়ে এখনও তারকাজুটি মুখে কুলুপ এঁটে রয়েছেন। এ বার বিয়েতে নিমন্ত্রণ পাওয়ার আবদার করতেই ছবিশিকারিদের কী বললেন রশ্মিকা?

Advertisement

শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে দেখা যায় রশ্মিকাকে। তখনই অভিনেত্রীকে দেখে সেখানে উপস্থিত ছবিশিকারিরা আবদার করেন, ‘‘আমরা কি নিমন্ত্রণ পাব না?’’ প্রশ্ন শুনেই হেসে ফেলেন অভিনেত্রী। প্রথমেই বলেন, ‘‘কিসের নিমন্ত্রণ?’’ পরের মুহূর্তেই পাল্টা বলেন, ‘‘হ্যাঁ। সামনেই সিনেমা মুক্তি পাচ্ছে আমার। কিছু না কিছু করব নিশ্চয়ই।’’ তার পরে আলোকচিত্রীদের হাত নেড়ে বিমানবন্দরের অন্দরে ঢুকে যান।

নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কিছু বলেননি বিজয় বা রশ্মিকা। কিন্তু, একই জায়গায় একসঙ্গে একাধিক বার ঘুরতে গিয়েছেন তাঁরা। দিনকয়েক আগেই রোম থেকে ঘুরে এলেন যুগলে। অনেকেই বলাবলি করছেন, ওঁরা নিজেদের ‘অবিবাহিত পর্ব’ উদ্‌যাপনে গিয়েছিলেন। এই প্রসঙ্গে রশ্মিকা বলেন, ‘‘গত চার বছর ধরে এই গুঞ্জন চলছে। মানুষ একই প্রশ্ন যেমন বার বার করছেন, তেমনই সুখবরের জন্যও অপেক্ষা করছেন। কিন্তু আমি এই বিষয় নিয়ে তখনই কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।’’ যদিও ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, আগামী মাসের মধ্যেই পরিণতি পাবে বিজয়-রশ্মিকার ‘গোপন’ সম্পর্ক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement