রশ্মিকা মন্দানা। ছবি: সংগৃহীত।
কথায় আছে ‘সুন্দর মুখের জয় সর্বত্র’। এই প্রবাদ প্রায় প্রমাণ করে দিয়েছেন রশ্মিকা মন্দানা। সৌন্দর্যের জন্য ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়েছেন অভিনেত্রী। তবে শুধু সৌন্দর্যই নয়, রশ্মিকা অভিনীত একের পর এক ছবি বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে গত কয়েক বছরে রশ্মিকা অভিনীত প্রতিটি ছবিই সফল। কিন্তু তবুও নাকি দর্শক সন্তুষ্ট নন অভিনেত্রীকে নিয়ে। তাঁর প্রতিটি ছবিই কোটি কোটি টাকার ব্যবসা করেছে, তবু রেহাই নেই! এত সাফল্যের মাঝেও নিজে নাকি আলাদা করে পরিচিতি তৈরি করতে পারছেন না অভিনেত্রী। এ ছাড়াও তাঁর করা চরিত্রগুলি নিয়ে সমালোচনা হয়েছে। জীবনে এমন সময় রশ্মিকারও আসে, যখন মনে হয় জীবনটা যেন উদ্দেশ্যহীন! কখনও কি নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছেন!
সম্প্রতি অভিনেত্রীকে তাঁর এক অনুরাগী নিজের মনের কথা বললেন। রশ্মিকার কাছে জানতে চাইলেন, জীবনের চরম কঠিনতম মুহূর্তে যখন বেঁচে থাকার ইচ্ছেটাই চলে যায় তখন ঠিক কী করেন তিনি? এমন একটা পোস্ট দেখে অনুরাগীকে তড়িঘড়ি উত্তরও দেন তিনি। রশ্মিকা তাঁকে প্রথমে জোরে জোরে শ্বাস নেওয়ার উপদেশ দেন। রশ্মিকা বলেন, ‘‘জীবনে সব সময় এমন মানুষদের নিজের চারপাশে রাখো যাঁরা তোমার উপর আস্থা রাখেন। তা হলে দেখবে দিনটা কেমন কেটে যাচ্ছে। যখন দিনটা পার হয়ে যাবে দেখবে আর কোনও চিন্তা নেই। তার পর নিজের উপর গর্ব হবে।’’