Vijay Deverakonda-Rashmika Mandanna

অবশেষে সম্পর্কে স্বীকৃতি! গোপনে বাগ্‌দান সারলেন বিজয় ও রশ্মিকা? বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে

বিজয়ের প্রসঙ্গ উঠলেই তাঁর একগাল হাসি বুঝিয়ে দেয় সব কিছু। অন্য দিকে বিজয়ও জানিয়েছিলেন তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলসা করেননি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১
Share:

বাগ্‌দান সম্পন্ন বিজয়-রশ্মিকার? ছবি: সংগৃহীত।

জল্পনা বহু দিন ধরে। এ বার সেই সম্পর্কে কি সিলমোহর দিয়েই দিলেন বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা। বিনোদনজগতে খবর, ইতিমধ্যেই নাকি বাগ্‌দান সেরেছেন তারকাজুটি।

Advertisement

তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা জারি থাকলেও, দু’জনেই মুখে কুলুপ এঁটে রেখেছেন। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি ভাগ করেছেন বহু বার। কিন্তু পরস্পরের সঙ্গে কোনও ছবি ভাগ করেননি তাঁরা। যদিও রশ্মিকা মনের অনুভূতি আটকে রাখতে পারেন না বলে মনে করেন তাঁর অনুরাগীরা। বিজয়ের প্রসঙ্গ উঠলেই তাঁর একগাল হাসি বুঝিয়ে দেয় সব কিছু। অন্য দিকে বিজয়ও জানিয়েছিলেন, তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলসা করেননি। তখনও অবশ্য দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অনুরাগীরাই।

এর মধ্যেই ভাইরাল হয়েছে রশ্মিকার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, রশ্মিকার পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। মাথায় খোঁপা। স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে রশ্মিকার আঙুলে। অনামিকায় হিরের আংটি। এই আংটি ঘিরেই তৈরি হয়েছে অনুরাগীদের কৌতূহল। গোপনে কি ‘অর্জুন রেড্ডি’র সঙ্গে বাগ্‌দান সেরেছেন রশ্মিকা মন্দানা?

Advertisement

চলতি বছর জুন মাসেই খবর ছড়িয়েছিল, বিজয় ও রশ্মিকা নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। রশ্মিকা তাঁর সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচা হলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। তার সঙ্গে একেবারে সাবেক সাজ। এই ছবি দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল। এই ছবির সঙ্গে রশ্মিকা লিখেছিলেন, “এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ, এই জায়গাটা এবং যে সুন্দরী মহিলা আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এই ছবির কোনও বিকল্প নেই।”

নেটাগরিকের চোখ এড়ায় না কিছুই। তাঁরা চেনেন বিজয় দেবরকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গা থেকে ছবি তুলে সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেতা। তাই তাঁরা নিশ্চিত, এই বাড়ি বিজয়েরই। তা হলে বাগ্‌দান সেরে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে দক্ষিণী তারকাজুটি?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement