কী হয়েছে উর্ফীর? ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই তাঁর ফুলে ঢোল হওয়া ঠোঁটের ছবি দেখে আঁতকে উঠেছিলেন অনুরাগীরা। এ বার উর্ফী জাভেদের কান্নার ছবি দেখে দুশ্চিন্তায় তাঁরা। কী হয়েছে নেটপ্রভাবী তথা অভিনেত্রীর? প্রশ্ন উঠছে সমাজমাধ্যমে।
উর্ফী সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করে নিয়েছিলেন। সেখানে দেখা যাচ্ছে, উর্ফীর চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। তার মুখেও দুঃখের ছাপ স্পষ্ট। শুধু জলে ভেজা চোখই নয়, দেখা যায়, তাঁর কপালেও চোট লেগেছে। লাল হয়ে রয়েছে কপালের এক পাশ। ছবি ভাগ করে নিলেও, উর্ফী জানাননি, তাঁর ঠিক কী হয়েছে। শুধু ছবিগুলি ভাগ করে তিনি লিখেছেন, “কাঁদলে কি ক্যালোরি ঝরে?”
তবে এই ছবিগুলির সঙ্গেই উর্ফী ভাগ করে নিয়েছেন, তাঁর গণেশচতুর্থী উদ্যাপনের ছবি। একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে ওরির সঙ্গে। তা হলে কি গণেশচতুর্থীর উদ্যাপনে গিয়েই চোট খেয়েছেন নেটপ্রভাবী? সেই প্রশ্নও করছেন নেটাগরিক। অনুরাগীরা চিন্তিত হয়ে জিজ্ঞাসা করেছেন, “কী হয়েছে উর্ফীর? তিনি ঠিক আছেন তো?”
কয়েক মাস আগেই ফুলে যাওয়া বিরাট ঠোঁটের ছবি ভাগ করে নিয়েছিলেন উর্ফী। ফিলার্স সরিয়ে ফেলার পদ্ধতিতেই নাকি এমন অঘটনের শিকার হয়েছিলেন উর্ফী। একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে দেখা যাচ্ছিল, ইনজেকশন ফোটানো হচ্ছে উর্ফীর ঠোঁটে। উর্ফী লিখেছিলেন, “এটা ফিলার্স নয়। আমি ফিলার্সটা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কারণ সবটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আবার ফিলার্স ব্যবহার করব, কিন্তু আর সূচ ফুটিয়ে নয়। ফিলার্স সরিয়ে ফেলার এই পদ্ধতি খুবই যন্ত্রণাদায়ক। তবে সব সময়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এই পদ্ধতি অবলম্বন করা উচিত।”