কী এমন করেন রবি? যে খোঁচা দিলেন অজয়। ছবি: সংগৃহীত।
ভোজপুরি রুপোলি জগতের খ্যাতনামী তারকা তিনি। পাশাপাশি, বিজেপির সাংসদও। গত বছর লোকসভার ভোটের মুখে ঝামেলায় জড়িয়েছিলেন রবি কিষণ। গত বছর অভিনেতার নামে গুরুতর অভিযোগ আনেন অপর্ণা ঠাকুর নামে লখনউয়ের এক মহিলা। তিনি দাবি করেছেন, তাঁর কন্যার বাবা নাকি রবি। সেই মেয়ের নাম শেনোভা। যদিও ওই দাবি উড়িয়ে দেন অভিনেতা। সেই নিয়ে অবশ্য বিস্তর জলঘোলা হয়। পিতৃত্ব পরিচয়ের পরীক্ষা পর্যন্ত করান রবি। কিন্তু তার ফল নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অভিনেতা। ১৯৯৩ সালে প্রীতি শুক্লকে বিয়ে করেন রবি। বর্তমানে দম্পতির এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। স্বামীর দুঃসময়ে তাঁর পাশে দাঁড়ান প্রীতি। স্বামী হিসেবে নাকি নিয়মমাফিক স্ত্রীকে রোজ প্রণাম করে ঘুমোতে যান অভিনেতা!
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে ‘সন অফ সর্দার ২’। সেই ছবির প্রচারে রবি কিষণ-সহ অজয় দেবগন ও ম্রুনাল ঠাকুর গিয়েছিলেন ‘দ্য কপিল শর্মা শো’-তে। সেখানেই কপিল রবির দাম্পত্য জীবনের এই অজানা তথ্য জানান। কপিল বলেন, ‘‘রবি ভাই ঘুমোতে যাওয়ার আগে রোজ রাতে স্ত্রীকে প্রণাম করেন।’’ কপিলের কথায় সম্মতিসূচক মাথা নাড়েন অভিনেতা। শোনামাত্র খোঁচা দিয়ে অজয় বলেন, ‘‘যে যত ভুল করে তাঁকে তত নীচে ঝুঁকতে হয়!’’ অজয় কি কোনও ইঙ্গিত করে কথাটা বলেছিলেন? সেটা অবশ্য খোলসা করেননি তিনি। তবে তাঁর ওই রসিকতা শুনে খানিকটা যেন অপ্রস্তুত হয়ে পড়েন রবি।