নতুন নায়িকাকে নিয়ে কেমন হচ্ছে ধারাবাহিকের শুটিং? ছবি: সংগৃহীত।
জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে গত এক মাসে বহু আলোচনা হয়েছে। মাঝপথে ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেন নায়িকা। বিতর্কের জল বহু দূর গড়ায়। এখন এসেছেন নতুন নায়িকা। ‘অপর্ণা’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিরিন পাল নামের এক অভিনেত্রীকে। নতুন ‘অপর্ণা’কে নিয়ে কাজ কেমন এগোচ্ছে?
যাই হয়ে যাক, এই ধারাবাহিক বন্ধ হবে না। এ কথা আগেই জানিয়েছিলেন পর্দার কিঙ্কর। নতুন অভিনেত্রী আসায় অবশ্যই খুশি। অভিনেতা বললেন, “দুঃখ তো থাকবেই। দিতিপ্রিয়া আমাদের সবার প্রিয় ছিল। কিন্তু কারও জন্যই তো কিছু থেমে থাকে না। এক দিনই শুটিং করেছি। আমার তো মনে হয়েছে আর্য-অপর্ণার ম্যাজিক অটুট থাকবে। শট দেখে রীতিমতো সবাই হাততালি দিচ্ছিলেন। টেকনিশিয়ানরা আগে বুঝতে পারেন। আমাদের প্রজেক্টে যা ডামাডোল চলছিল, আশা করি এ বার কাটবে।”
অন্য দিকে, শিরিনের সঙ্গে কাজ করা নিয়ে আশাবাদী অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়ও। তাঁকে দর্শক দেখছে ‘অপর্ণা’র মায়ের চরিত্রে। এত দিন দিতিপ্রিয়ার সঙ্গে তাঁকে দেখতেই দর্শক অভ্যস্ত হয়ে পড়েছিল। এ প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “আমার সঙ্গে শিরিনের আলাপ হয়নি। এখনও শুটিং করিনি। তাই বলতে পারব না। তবে ও এসেছে। নায়ক-নায়িকা দু’জনে মিলে এই হাল টেনে নিয়ে যাবে, এটাই আমার আশা। ভালই লাগবে নিশ্চয়ই কাজ করতে।”
দিতিপ্রিয়া ছেড়ে দেওয়ার পরে কিছু দিন নায়িকা ছাড়াই হয়েছে শুটিং। এখন নতুন ‘অপর্ণা’র সঙ্গে ‘আর্য’কে পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।