‘টক্সিক’ ছবিতে কার কত পারিশ্রমিক? ছবি: সংগৃহীত।
নতুন বছরে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি হল ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’। ছবির ঝলক ইতিমধ্যেই সাড়া ফেলেছে। যশকে দেখা যাবে মূল চরিত্রে। আগামী ১৯ মার্চ এই ছবি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। ছবিতে রয়েছে একাধিক নারী চরিত্র। কিয়ারা আডবাণী, নয়নতারা, রুক্মিণী বসন্তের ‘লুক’ নিয়েও আলোচনা হচ্ছে। এ বার প্রকাশ্যে এল ছবিতে তাঁদের পারিশ্রমিক।
ছবির বাজেট ৩০০ থেকে ৬০০ কোটি টাকার মধ্যে। ছবিতে যশের চরিত্রের নাম ‘রায়া’। তিনি ৫০ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন বলে জানা গিয়েছে।
এই প্রথম যশের বিপরীতে কিয়ারা। সাধারণত যা পারিশ্রমিক তিনি নিয়ে থাকেন, তার চেয়ে অনেকটাই বেশি পারিশ্রমিক নিচ্ছেন এই ছবিতে। কিয়ারার চরিত্রের নাম ‘নাদিয়া’। এই চরিত্র তাঁর জীবনের অন্যতম কঠিন চরিত্র বলেও জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। দক্ষিণী অভিনেত্রী নয়নতারার চেয়েও তাঁর পারিশ্রমিক এই ছবিতে বেশি।
নয়নতারার চরিত্রের নাম ‘গঙ্গা’। খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। কালো গাউন, হাঁটু পর্যন্ত কালো বুট আর হাতে বন্দুক। এই বেশে দেখা গিয়েছে নয়নতারাকে। পরিচালক গীতু মোহনদাস জানিয়েছেন, একেবারে নতুন অবতারে দেখা যাবে নয়নতারাকে। এই ছবির জন্য ১৪ কোটি টাকার আশপাশে পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
রুক্মিণী বসন্তের ‘লুক’ও নজর কেড়েছে। এই ছবিতে তাঁর চরিত্রের নাম ‘মেলিসা’। এই চরিত্রের জন্য ৩ থেকে ৫ কোটি টাকার মধ্যে পারিশ্রমিক পাচ্ছেন তিনি। ছবিতে রয়েছেন হুমা কুরেশিও। তাঁর চরিত্র দেখে নাকি গায়ে কাঁটা দেবে! হুমার চরিত্রের নাম ‘এলিজ়াবেথ’। এই চরিত্রের জন্য তিনি ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক পাচ্ছেন।
‘গ্ল্যামারাস’ চরিত্রে দেখা যাবে তারা সুতারিয়াকে। তবে শুধুই সৌন্দর্য নয়। তাঁর চরিত্রও নাকি ভয় ধরাবে দর্শককে। চরিত্রের নাম ‘রেবেকা’। এই ছবির জন্য মোট ২ থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নেবেন অভিনেত্রী।
এ ছাড়াও ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপ্স’ ছবিতে রয়েছেন নওয়াজ়উদ্দীন সিদ্দীকী। তিনি পেয়েছেন ৩ কোটি টাকা।