সুশান্তকে ওষুধ দিতেন প্রিয়ঙ্কাও! চাঞ্চল্যকর চ্যাট প্রকাশ্যে

রিয়ার আইনজীবীরা দাবি করছেন, প্রেসক্রিপশন ছাড়া সুশান্তের ওষুধ পরিবর্তন করেছিলেন প্রিয়ঙ্কা। আর সে জন্যই নাকি গত ৮ জুন রেগে গিয়ে সুশান্তের বাড়ি ছেড়েছিলেন রিয়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২০ ২০:২৪
Share:

দিদিদের সঙ্গে সুশান্ত।

সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ফাঁস হল হোয়াটসঅ্যাপ চ্যাট। যাতে দেখা যাচ্ছে সুশান্তের মানসিক অসুস্থতা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল ছিল তাঁর পরিবার। ডাক্তারের প্রেসক্রিপশন চেয়ে পাঠানো থেকে নতুন ওষুধ প্রেসক্রাইব করা...সুশান্তের সঙ্গে তাঁর দিদিদের কথোপকথনে উঠে এসেছে এমনই কিছু অজানা ঘটনা। এখানেই শেষ নয়। রিয়ার আইনজীবীরা দাবি করছেন, প্রেসক্রিপশন ছাড়া সুশান্তের ওষুধ পরিবর্তন করেছিলেন প্রিয়ঙ্কা। আর সে জন্যই নাকি গত ৮ জুন রেগে গিয়ে সুশান্তের বাড়ি ছেড়েছিলেন রিয়া।

Advertisement

‘ইন্ডিয়া টুডে’–র এক এক্সক্লুসিভ রিপোর্ট থেকে জানা যাচ্ছে, গত ১৯ নভেম্বর সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীর কাছ থেকে প্রেসক্রিপশন চেয়ে পাঠান অভিনেতার দিদি মিতু। এমনকি যে ডাক্তার সুশান্তকে দেখছিলেন তাঁরও যাবতীয় তথ্য শ্রুতিকে দিতে বলেন সুশান্তের দিদি। যদিও এর আগে সংবাদমাধ্যম থেকে শুরু করে একাধিক জায়গায় সুশান্তের পরিবার দাবি করেছিলেন তাঁর মানসিক অসুস্থতার কথা বিন্দুমাত্র জানতেন না তাঁরা।

পাশপাশি, ইন্ডিয়া টুডে’র অন্য এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, সিবিআই এবং ইডিকে রিয়া জানিয়েছেন, সুশান্তের দিদি প্রিয়ঙ্কার কথায়দিল্লিররামমনোহরলোহিয়াহাসপাতালেরএকডাক্তারসুশান্তের ওষুধ বদলে দিয়েছিলেন গত ৮ জুন আর সে কারণেই নাকি সুশান্তের সঙ্গে ঝামেলা হয় তাঁর। রিয়ার আইনজীবীর প্রশ্ন, মুম্বইয়ে থাকা সুশান্তকে পর্যবেক্ষণ না করে কী করে একজন ডাক্তার ওষুধ দিয়ে দিতে পারেন?

Advertisement

শ্রুতি এবং সুশান্তের দিদির কথোপকথন

সুশান্ত এবং তাঁর দিদি প্রিয়ঙ্কার চ্যাট থেকে জানা যাচ্ছে, ৮ জুন প্রিয়ঙ্কার দিদি তাঁর ভাইকে লিব্রিয়াম, নেক্সিটো ১০ এবং লোনাজেপ নামে তিনটি ওষুধ খেতে বলেন। সুশান্ত জানান, প্রেসক্রিপশন ছাড়া এই সব ওষুধ পাওয়া যাবে না। তখন প্রিয়ঙ্কা সুশান্তকে বলেন, তাঁর এক বন্ধু ডাক্তার প্রেসক্রিপশন তৈরি করে দেবে। পাশপাশি এ-ও জানান, মুম্বইয়ের অন্য ডাক্তারের সঙ্গেও যোগাযোগ করিয়ে দেবেন প্রিয়ঙ্কার সেই বন্ধু। প্রিয়ঙ্কা লেখেন, সব গোপনই থাকবে।

এর পরেই সুশান্তকে প্রেসক্রিপশনের অ্যাটাচমেন্ট পাঠান প্রিয়ঙ্কা। সঙ্গে লেখেন, যদি কেউ বলে দিল্লির প্রেসক্রিপশন কেন তা হলে বোলো, অনলাইন কনসাল্টেশন।

যে তিনটি ওষুধ প্রিয়ঙ্কা তাঁর ভাইকে নিতে বলেছিলেন তার মধ্যে লিব্রিয়াম আদপে হিপ্নোটিক মেডিসিন যা অনিদ্রা, দুশ্চিন্তা এবং মদ ও অন্যান্য মাদকের আসক্তি কাটাতে ব্যবহার করাহয়। নেক্সিটো১০প্যানিকডিজঅর্ডারকাটাতেব্যবহারকরাহয়।লোনাজেপসাধারণতমৃগীরওষুধ।রিয়ারআইনজীবীরপ্রশ্ন,প্রথম থেকেই যে তাঁরা বলে এসেছিলেন সুশান্তের অসুখ সম্পর্কে কোনও ধারণাই ছিল না তাঁদের, তবে কেন সুশান্তকে এই ধরনের ওষুধ খেতে বলেন তাঁর দিদি? তিনি বলেন, রিয়া যদি ওষুধ দিয়ে থাকেন তাঁর দিদিও তো দিয়েছেন। তবে সে কথা চেপে গেলেন কেন তাঁরা?

এই গোটা ঘটনায় মিডিয়ার একাংশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। তাঁর প্রশ্ন, “রিয়া তো গতবছরই সুশান্তের পরিবারকে জানিয়েছিল সুশান্তের অসুস্থতার কথা। সেই খবর অনেক মিডিয়া চেপে যাচ্ছে কেন? তার মানে কি ধরে নেব রিয়াকেই টার্গেট করা হচ্ছে? শি ইজ বিইং ফ্রেমড?”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন