ঋষভ শেট্টি প্রকাশ্যে আনলেন তাঁর ফোলা পায়ের ছবি ছবি: সংগৃহীত।
বক্স অফিসে আলোড়ন ফেলেছে ‘কান্তারা ১’। ছবি দেখে মন্ত্রমুগ্ধ হয়ে ফিরছেন দর্শক। ছবির ক্লাইম্যাক্সে এক বিশেষ দৃশ্য দেখে উচ্ছ্বসিত তাঁরা। এই দৃশ্যে নাকি কোনও এক অজানা ঐশ্বরিক শক্তির আশীর্বাদ পেয়েছিলেন অভিনেতা ঋষভ শেট্টী। নিজেই জানালেন কন্নড় অভিনেতা।
ফুলে ওঠা পা, ক্লান্ত শরীর। এই অবস্থা নিয়ে ক্লাইম্যাক্সের দৃশ্যের লড়াই করা অসম্ভব ছিল। কিন্তু এক ঐশ্বরিক শক্তির সাহায্য পেয়েছিলেন তিনি। নিজের সেই ফুলে ওঠা পায়ের ছবি ভাগ করে নিয়ে ঋষভ লিখেছেন, “এটা সেই ক্লাইম্যাক্স দৃশ্য শুটিং-এর সময়ে। পা ফুলে উঠেছিল। শরীরে কোনও সাড় ছিল না। কিন্তু ওই দৃশ্যেরই লক্ষ লক্ষ মানুষ প্রশংসা করছেন। আমরা যে ঐশ্বরিক শক্তিকে বিশ্বাস করি, তার আশীর্বাদ না থাকলে এই অভিনয় সম্ভব হত না। সকলকে অসংখ্য ধন্যবাদ।”
তিন বছর আগে মুক্তি পেয়েছিল ‘কান্তারা’। ঋষভ শেট্টি পরিচালিত ওই ছবি বক্স অফিসে ঝড় তোলে সেই সময়। ২ অক্টোবর মুক্তি পেয়েছে এই ছবির প্রিক্যুয়েল ‘কান্তারা: চ্যাপটার ১’। প্রায় তিন বছর ধরে এই ছবি তৈরি করেছেন ঋষভ। মোট পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে এই ছবি। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি। এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে বরুণ ধবন ও জাহ্নবী কপূর অভিনীত ‘সনী সংস্কারী কি তুলসী কুমারী’। তবে বক্স অফিসে শুধুই ‘কান্তারা ১’-এর জয়জয়কার।
শুধু পরিচালক নন। অভিনেতা ঋষভকে নিয়েও চর্চা হয়েছে বিস্তর। যদিও তিনি ‘কান্তারা’র সাফল্যের পরে ফের চলে যান অন্তরালে। তিন বছরের বিরতি নিয়ে ফের একই রকম সাড়া পেলেন তিনি দর্শকের থেকে।