Entertainment News

একই মঞ্চে ঋতুপর্ণা, অরবিন্দ, নতুন রাজনৈতিক অঙ্কের ইঙ্গিত?

১১তম বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে রাজধানী গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে দেখানো হয় ঋতুপর্ণা অভিনীত তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘ভালবাসার বাড়ি’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৮ ১৫:৫৯
Share:

মঞ্চে ঋতুপর্ণা এবং অরবিন্দ। ছবি: টুইটারের সৌজন্যে।

বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চ। পাশাপাশি বসে রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এবং অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত! শুক্রবার সন্ধেয় দিল্লির মুক্তধারা স্টেডিয়াম সাক্ষী রইল এই দৃশ্যের।

Advertisement

১১তম বাংলা সিনে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন করতে রাজধানী গিয়েছিলেন ঋতুপর্ণা। সেখানে দেখানো হয় ঋতুপর্ণা অভিনীত তরুণ মজুমদার পরিচালিত ছবি ‘ভালবাসার বাড়ি’। তিন দিনের এই উত্সবে দেখানো হবে ‘পিউপা’, ‘হামি’, ‘রেনবো জেলি’, ‘মাছের ঝোল’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বাবার নাম গাঁধীজি’র মতো ছবি।

কিন্তু একই মঞ্চে অরবিন্দ কেজরীবালের পাশে ঋতুপর্ণাকে দেখে বিশেষ রাজনৈতিক তাত্পর্য খোঁজার চেষ্টা করছে কোনও কোনও মহল। একটা সময় শোনা গিয়েছিল, বিজেপির তরফে ঋতুপর্ণাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি ঋতুপর্ণা। অরবিন্দের সঙ্গে এই মুহূর্তে বিজেপির রাজনৈতিক সমীকরণ একেবারেই ভাল নয়। রাহুল গাঁধীর সঙ্গেও তাঁর মতানৈক্য রয়েছে। আবার সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেডারাল ফ্রন্টে থাকবেন না বলেই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এ হেন রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে ঋতুপর্ণার মঞ্চ ভাগ করে নেওয়াতে নতুন রাজনৈতিক অঙ্ক খুঁজছে কোনও কোনও মহল।

Advertisement

আরও পড়ুন ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশি চ্যালেঞ্জিং বলছেন জয়া

আরও পড়ুন ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশি চ্যালেঞ্জিং বলছেন জয়া

আরও পড়ুন ছোট জায়গায় নিজেকে প্রমাণ করাটা বেশি চ্যালেঞ্জিং বলছেন জয়া

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন