ছবি: সংগৃহীত।
ভারতে ছোট-বড় মিলিয়ে জাদুঘরের সংখ্যা এক হাজারেরও বেশি। এরই সঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক অনুমোদিত সংস্থাও রয়েছে অনেক। এই সমস্ত সংস্থায় নিয়মিত কর্মী নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু কারা পান কাজের সুযোগ? কোনও পরীক্ষায় বসতে হয় প্রার্থীদের? রইল সব প্রশ্নের উত্তর।
কোন কোন পদে নিয়োগ করা হয়?
কিউরেটর, ডেপুটি কিউরেটর, কনজ়ারভেটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কনজ়ারভেশন অ্যাসিস্ট্যান্ট, ফোটোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান, ক্লার্ক, ম্যানেজার, মেন্টর, আর্কাইভিস্ট, গাইড, এগ্জ়িবিশন টেকনিশিয়ান, রিস্টোরেশন এক্সপার্ট পদে কর্মী নিয়োগ করা হয়ে থাকে।
কারা সুযোগ পেতে পারেন?
মিউজ়িয়োলজি, নৃতত্ত্ব, ইতিহাস, প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি— মূলত এই সমস্ত বিষয়ে উচ্চশিক্ষিতদের নিয়োগ করে জাদুঘরগুলি। তবে, রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান-এর মতো পদে বিজ্ঞান, কলা, ইঞ্জিনিয়ারিং শাখার বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষিতেরাও চাকরির সুযোগ পেয়ে থাকেন।
কী ভাবে নিয়োগ করা হয়?
জাদুঘর বা মিউজ়িয়ামগুলি সাধারণত কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীনে পরিচালিত হয়ে থাকে। তাই ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি), স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) কিংবা বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন ওই সমস্ত সংস্থায় কিউরেটর, ডেপুটি কিউরেটর, কনজ়ারভেটর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কনজ়ারভেশন অ্যাসিস্ট্যান্ট, ফোটোগ্রাফার, ডেটা এন্ট্রি অপারেটর-এর মতো পদে নিয়োগের পরীক্ষা নেওয়া হয়।
এ ছাড়াও নির্দিষ্ট সময়ের চুক্তিতে রিসার্চ অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট, জুনিয়র রিসার্চ ফেলো, সায়েন্টিস্ট, লাইব্রেরিয়ান-এর পদে চাকরির সুযোগ থাকে। এ ক্ষেত্রে ওই পদপ্রার্থীদের ইন্টারভিউ বা পরীক্ষার আয়োজন জাদুঘর কর্তৃপক্ষই করে থাকেন।
কোথায় নিয়োগ করা হয়?
নয়া দিল্লির ন্যাশনাল মিউজ়িয়াম, কলকাতার জাতীয় সংগ্রহশালা, ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজ়িয়াম-এর মতো সংস্থায় নিয়মিত ভাবে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। এ ছাড়াও প্রতিটি রাজ্যে আর্কিয়োলজি, মিউজ়িয়াম বিভাগ এবং রিজিওনাল হেরিটেজ় মিউজ়িয়াম-এও চাকরির সুযোগ মেলে।
ডিগ্রি ছাড়াও আর কী কী দক্ষতা প্রয়োজন?
বেতন কত?
নিয়োগের পর প্রাথমিক ভাবে প্রতি মাসে ২৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার বেতন দেওয়া হয়। এর পর পদোন্নতি হলে তা ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ পর্যন্ত হতে পারে।