Entertainment News

‘আমি তোমাকে ভালবাসি’ দেবকে প্রকাশ্যে বললেন রুক্মিণী

রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল ‘বন্ধু’। দেব তাঁর বন্ধু এবং পরিবার। কিন্তু কখনও বয়ফ্রেন্ড বলে স্বীকার করেননি। এ বার করলেন। প্রকাশ্যেই বললেন,‘ভালবাসি’ ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৮:১৯
Share:

অফস্ক্রিন এবং অনস্ক্রিন জুটি।

দেব এবং রুক্মিণী মৈত্র কি প্রেম করছেন? এ হেন জল্পনা এক সময় ছিল ইন্ডাস্ট্রিতে। কিন্তু দেব বরাবরই সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন। তাই সাক্ষাত্কারে স্বীকার করে নিয়েছিলেন আগেই, রুক্মিণী তাঁর বান্ধবী।

Advertisement

রুক্মিণীর দিক থেকে সম্বোধন ছিল ‘বন্ধু’। দেব তাঁর বন্ধু এবং পরিবার। কিন্তু কখনও বয়ফ্রেন্ড বলে স্বীকার করেননি। এ বার করলেন। প্রকাশ্যেই বললেন,‘ভালবাসি’ ।

লোকসভা ভোটের প্রচারে এখন চূড়ান্ত ব্যস্ত দেব। সিনেমার কাজও এখন কিছুটা ব্যাকফুটে। সামনেই মুক্তি পাবে রাজা চন্দ পরিচালিত ‘কিডন্যাপ’। সে ছবিতেও রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তবে ছবি নয়, ভোটের প্রচারেই এখন মন দিয়েছেন দেব। সময় নেই বান্ধবীর জন্যও! দেবকে মিস করছেন রুক্মিণী। তার স্পষ্ট আভাস দিলেন সোশ্যাল ওয়ালে।

Advertisement

আরও পড়ুন, ‘আমি বেকার, কারও কাছে পার্ট আছে?’

শুক্রবার রুক্মিণী টুইট করেন, “দেব তুমি খুব ব্যস্ত, কোনও সময় নেই। তাই আমি ভাবলাম, এটাই তোমাকে বলার সেরা সময়, আমি তোমাকে ভালবাসি।׏”

রুক্মিণীর এই স্বীকারোক্তিতে আপাতত মজে সোশ্যাল ওয়াল।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement