Siddhant-Sara In Love

শুভমন অতীত, সিদ্ধান্ত বর্তমান? ক্রিকেটার নন, অভিনেতাকেই মন দিলেন সচিন-কন্যা সারা!

অমিতাভ বচ্চনের নাতনি নভ্যার সঙ্গে প্রেমে ছিলেন সিদ্ধান্ত। এ রকমও শোনা গিয়েছিল মাঝে। হালফিলের গুঞ্জন, তাঁর সঙ্গে সারাকে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ১২:১৭
Share:

শুভমন গিল নন, সিদ্ধান্ত চতুর্বেদীতেই মন সারা তেন্ডুলকরের? ছবি: সংগৃহীত।

সিদ্ধান্ত চতুর্বেদী যথেষ্ট রঙিন। এ কথা বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায়। তিনি কবিতা লেখেন। তাঁর লেখা অনুরাগীদের পাশাপাশি বলিপাড়ারও পছন্দ। সম্ভবত সেই সূত্র ধরে অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি নন্দার সঙ্গে নাকি সম্পর্ক তৈরি হয়েছিল ‘গহেরাইয়াঁ’ অভিনেতার। বিগ বি-র বাবা নামজাদা কবি হরিবংশ রাই বচ্চন। বলিউড যখন বচ্চন পরিবারের ‘নাতজামাই’-এর তকমা সিদ্ধান্তকে দিয়েই ফেলেছে, তখনই নতুন প্রেমের চর্চা। নভ্যা নয়, সিদ্ধান্ত সময় কাটাচ্ছেন সচিন তেন্ডুলকরের কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে! শহরের একাধিক রেস্তরাঁয় একান্তে সময় কাটাতে দেখা গিয়েছে নতুন জুটিকে।

Advertisement

কবে সম্পর্ক ভাঙল সিদ্ধান্ত-নভ্যার? কেনই বা ভাঙল? কেউই ওয়াকিবহাল নন এ বিষয়ে। বরং অভিনেতার নতুন প্রেমের আঁচ পেয়ে বিস্মিত মায়ানগরী।

বলিউডের সঙ্গে ২২ গজের মন দেওয়া-নেওয়া নতুন কিছু নয়। সম্পর্ক, বিয়ের ভূরি ভূরি উদাহরণ রয়েছে। ক্রিকেটার শুভমন গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের প্রেমের গুঞ্জন ছড়াতে তাই একটু অবাক হয়েছিলেন সকলে। বলিপাড়া ভেবেছিল, সচিনের সুন্দরী কন্যা যখন মডেলিং করছেন তখন রুপোলি পর্দার কাউকেই কেন পছন্দ করলেন না! বিষয়টি সে দিকে মোড় নিতেই তাই খুশির হাওয়া বলিপাড়ায়। সারার অবশ্য মুখে কুলুপ। তিনি শুভমনের সময়েও মুখ খোলেননি। বরং, এই প্রজন্মের ক্রিকেটার প্রযোজক কর্ণ জোহরের সঙ্গে কফি খেতে খেতে আভাস দিয়েছিলেন, মন দিয়েছেন সচিন-কন্যাকে। পরে এমনও শোনা যায়, শুভমন সারা আলি খানের সঙ্গে ডেট করছেন, সারা তেন্ডুলকর নয়!

Advertisement

নতুন গুঞ্জন ছড়ানোর পরেও সারা যথারীতি মুখ খোলেননি। তবে উভয়ের ঘনিষ্ঠেরা জানিয়েছেন, যখনই সিদ্ধান্ত-সারাকে একসঙ্গে দেখা গিয়েছে তখনই নাকি তাঁদের রসায়ন ধরা পড়েছে। যা দেখে ঘনিষ্ঠজনদের মনে হয়েছে, কিছু একটা সমীকরণ তৈরি হয়েছে উভয়ের মধ্যে। যা নাকি ছবিশিকারিদের ক্যামেরাতেও ধরা পড়েছে। পুরোটাই এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। প্রেমের পাশাপাশি সিদ্ধান্তের একাধিক ছবিও মুক্তির অপেক্ষায়। তালিকায় ‘ধড়ক ২’, ‘দিল কা দরওয়াজা খোল না ডার্লিং’। প্রথমটি বিষয়বস্তুর কারণে এখনও সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি। দ্বিতীয় ছবির শুটিং শেষ। সব ঠিক থাকলে এ বছরেই হয়তো মুক্তি পাবে। এই ছবিতে সিদ্ধান্তের সঙ্গে জয়া বচ্চন অভিনয় করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement