Sachet -Parampara

বর্ষবরণের রাতে পশ্চিমবঙ্গে গান গাইতে এসে বিপত্তিতে, সচেত-পরম্পরার গাড়িতে ভাঙচুর!

বর্ষশেষে পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে এসেছিলেন সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। অনুষ্ঠান শেষে ঘটে বিপত্তি। কী ঘটে তাঁদের সঙ্গে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬
Share:

রাজ্যে গা গাইতে এসে হেনস্থার শিকার সচেত ও পরম্পরা! ছবি: সংগৃহীত।

বছরশেষে একের পর এক অনুষ্ঠান হয়েছে রাজ্য জুড়ে। কোথাও এসেছিলেন বলিউডের সঙ্গীতশিল্পীরা, কোথাও আবার বলিউড অভিনেতারা। বর্ষশেষে পশ্চিমবঙ্গে অনুষ্ঠান করতে এসেছিলেন সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। অনুষ্ঠানের শেষে ঘটে বিপত্তি। সচেত ও পরম্পরা জুটির সমাজমাধ্যমের পাতায় একটি ভিডিয়ো ভাগ করে নেওয়া হয়েছে এবং সেখানে বালুরঘাটের নাম উল্লেখ রয়েছে। কী ঘটে তাঁদের সঙ্গে?

Advertisement

বর্ষশেষের রাত, বর্ষবরণ— সচেত-পরম্পরার গানের মাধ্যমেই উদ্‌যাপন করছিলেন দর্শক। সব ঠিকঠাক মিটলেও অনুষ্ঠান সেরে বেরিয়ে গাড়িতে উঠতেই ঘটে বিপত্তি। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে গাড়ির পিছনের সিটে বসে আছেন সচেত। সম্ভবত তাঁর পাশেই পরম্পরা। তাঁরই মুঠোফোনে বন্দি গোটা মুহূর্ত।

দেখা যাচ্ছে, গাড়ির কাচ তোলা। এ দিকে গাড়ি ঘিরে অনুরাগীদের জটলা। গাড়ি নড়ার মতো অবস্থা নেই। এ দিকে উপচে পড়া ভিড় একেবারে হুমড়ি খেয়ে পড়ছে গাড়ির উপরে। বারকয়েক গাড়ির গায়ে ঘুঁষিও পড়ে। ভিডিয়োয় শোনা যায় পরম্পরার গলা, ‘‘শান্ত থাকো। নববর্ষের শুভেচ্ছা।’’ তখনও মুখে হাসি ছিল সচেতের। কিন্তু আচমকাই ঝনঝন আওয়াজে ভেঙে গুঁড়িয়ে গেল গাড়ির পিছনের কাচ। একদল উত্তেজিত জনতার হাতেই কাচ ভাঙে এবং এর পরে তাদের নিজেদের মধ্যেই বিবাদ শুরু হয়ে যায়।

Advertisement

ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান সকলে। যদিও এ দিনের ঘটনা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি ‘কবীর সিংহ’-খ্যাত সঙ্গীতশিল্পী জুটি। বলিউডের খ্যাতনামী গায়ক-গায়িকা তাঁরা। হিন্দি রিয়্যালিটি শো থেকে উঠে এসেছেন দু’জনেই। ‘দো পত্তি’ ছবিতে পরম্পরার গাওয়া ‘রাঞ্ঝা’ গানটি বেশ জনপ্রিয়। এ ছাড়াও অজস্র গান তৈরি করেছেন তাঁরা একসঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement