করিনার জন্য ১২ ঘণ্টা ধরে পাস্তা রাঁধেন সইফ!

পাস্তা রান্না করতে কতক্ষণ লাগে? দু’মিনিট? খুব বেশি হলে দশ মিনিট? সইফ নাকি করিনার জন্য পাস্তা রেঁধেছিলেন ১২ ঘণ্টা ধরে। ভাবতে পারেন? সোমবার ‘কি অ্যান্ড কা’-র ট্রেলর লঞ্চে সেই সিক্রেট ফাঁস করে দিলেন করিনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১১
Share:

পাস্তা রান্না করতে কতক্ষণ লাগে? দু’মিনিট? খুব বেশি হলে দশ মিনিট? সইফ নাকি করিনার জন্য পাস্তা রেঁধেছিলেন ১২ ঘণ্টা ধরে। ভাবতে পারেন? সোমবার ‘কি অ্যান্ড কা’-র ট্রেলর লঞ্চে সেই সিক্রেট ফাঁস করে দিলেন করিনা।

Advertisement

ছবিতে স্বনির্ভর মহিলার ভূমিকায় অভিনয় করছেন করিনা। অর্জুন কপূর এখানে হাউজ হাজব্যান্ড। ছবিতে কবীর(অর্জুনের নাম) হাসিমুখে স্ত্রী কিয়ার(ছবিতে করিনার নাম) জন্য রান্না করেন। আর বাস্তবে? করিনা বলেন, ‘‘সইফ একেবারেই রান্না করতে পারেন না। এক বার আমার জন্য ১২ ঘণ্টা ধরে পাস্তা রান্না করেছিল। তবে অর্জুন এখন মাস্টারশেফ। সইফ অর্জুনের থেকে টিপস নিতে পারে।’’

তবে রান্না করতে না পারলেও অনস্ক্রিন স্বামী কবীরের মতোই করিনাকে নিয়ে যথেষ্ট গর্বিত সইফ। করিনা জানালেন, ‘‘আমরা ছবি নিয়ে খুব একটা আলোচনা করি না। কিন্তু কি অ্যান্ড কা-র মতো ছবিতে আমি অভিনয় করায় সইফ খুব খুশি। যখন আর বালকি আমাকে ছবির স্ক্রিপ্ট শোনায় আমি খুব উত্তেজিত ছিলাম। সইফকে জানিয়েছিলাম। তখন আর কোনও কথা হয়নি। গত রাতে সইফ ছবির প্রোমো দেখে। প্রোমো দেখে ও দারুণ খুশি।’’

Advertisement

আগামী পয়লা এপ্রিল মুক্তি পাচ্ছে কি অ্যান্ড কা।

দেখুন ট্রেলর

আরও পড়ুন: সইফের প্রতিজ্ঞা ভেঙে অর্জুনকে চুমু খেলেন করিনা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement