Saiyaara Movie Actor

ঝুলিতে সুপারহিট ‘সইয়ারা’, ২ কোটি টাকার দেনা অভিনেতার মাথায়! কী ভাবে এমন করুণ অবস্থা?

এক দিকে ‘সইয়ারা’ ছবির সাফল্য, অন্য দিকে চরম ব্যর্থতা, বিপুল দেনা। সন্তানকে একটি চকোলেট কিনে দেওয়ার সামর্থ্যও ছিল না অভিনেতার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৪:৩৪
Share:

‘সাইয়ারা’ ছবির অভিনেতার দৈন্য দশা। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে দেশজুড়ে প্রশংসা ‘সইয়ারা’র। নবাগত অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে কামাল করেছে। নম্বরের দৌড়ে তাবড় তারকার ছবিকে পিছনে ফেলে দিয়েছে, মাত্র দু’সপ্তাহে বিশ্বব্যাপী ৪০০ কোটি টাকার ব্যবসা করে ফেলে। এক কথায় ‘সইয়ারা’ জ্বরে যেন পুড়ছে দেশের যুব সম্প্রদায়। ভূয়সী প্রশংসা হচ্ছে ছবির নায়ক অহান পাণ্ডে ও নায়িকা অনীত পদ্দার।

Advertisement

এক দিকে এই ছবির সাফল্য, অন্য দিকে চরম ব্যর্থতা, দেনার দায়ে ডুবে যান এ ছবির অভিনেতা। সন্তানকে একটি চকোলেট পর্যন্ত কিনে দেওয়ার সামর্থ্য ছিল না। তিনি সইয়ারা’ ছবিতে নায়িকার বাবার চরিত্রে অভিনয় করেছেন— রাজেশ কুমার। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘সারাভাই ভার্সেস সারাভাই’, ‘বা বহু ও বেবি’-সহ এমন অগণিত ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। বহু দিন পর ‘সইয়ারা’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। এর মাঝে এক সময় দেনায় ডুবে গিয়েছিলেন অভিনেতা। রাজেশ বলেন, ‘‘এক সময় এমন অবস্থা হয়েছিল যে, ব্যাঙ্কে পড়ে ছিল মাত্র ২৫০০ টাকা। শুটিংয়ের জন্য লন্ডন থেকে মুম্বই আসা যাওয়া করলেও পকেটে টাকা নেই যে সন্তানদের জন্য কিছু কিনব। প্রায় ২ কোটি টাকার দেনা হয়েছে। এক পয়সা উপার্জন করতে পারিনি মাঝের ক’টা বছর।’’

রাজেশ কুমার। ছবি: সংগৃহীত

কিন্তু কী কারণে এমন অবস্থা হয় রাজেশের! জানা গিয়েছে, অভিনয়ের কাজ হাতে থাকলেও তিনি ব্যবসায় বেশ কিছু টাকা বিনিয়োগ করেছিলেন। সেখানেই ভরাডুবি হয় তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement