Hina khan Marriage

সবটাই লোকদেখানো! ‘চুক্তির বিয়ে’ করেছেন হিনা খান, সত্য এল প্রকাশ্যে?

জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক রকি জসওয়ালের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী। কিন্তু সেই বিয়ে নাকি ‘চুক্তির বিয়ে’! জবাব দিলেন হিনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১২:২২
Share:

হিনার বিয়ের নেপথ্যে রয়েছে কোন কাহিনী? ছবি: সংগৃহীত।

হিনা খান যাই করছেন তাতেই যেন বিতর্ক। গত বছরের শেষ দিকে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী। যদিও সে রোগ কোনও ভাবেই দমিয়ে রাখতে পারছে না হিনাকে। অসুস্থতাকে তুড়ি মেরে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। কেমোথেরাপি চলাকালীন যন্ত্রণার কথা একাধিক বার সমাজমাধ্যমে তুলে ধরেছেন। তবে সব যন্ত্রণার মাঝেও কাজ করে যাচ্ছেন। তা দেখেই তাতেই নেটপাড়ার ও টেলিপাড়ার একাংশের কটাক্ষ, হিনার তেমন কিছুই হয়নি। সবটাই লোক দেখানো। এ বার প্রশ্ন উঠেছে তাঁর বিয়ে নিয়েও।

Advertisement

গত জুনে দীর্ঘ দিনের প্রেমিক রকি জসওয়ালের সঙ্গে বিয়ে সারেন অভিনেত্রী। কিন্তু তা নাকি আদতে এক ‘চুক্তির বিয়ে’! এমন অভিযোগের জবাব দিলেন হিনা।

বিয়ের মাস খানেকের মধ্যেই ‘পতি পত্নী ও পঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে যোগ দিয়েছেন হিনা। নাম শুনেই বোঝা যাচ্ছে স্বামী-স্ত্রীকে নিয়ে এই অনুষ্ঠানে জুটিতে রয়েছেন তারকা দম্পতি। হিনা বিয়ের মাস খানেকের মধ্যেই রিয়্যালিটি শোয়ে আসছেন। এ বার সেটা দেখেই অনেকেই বলাবলি শুরু করেছেন, এই শোয়ের জন্যই নাকি বিয়ে করেছেন হিনা। এ বার সেই অভিযোগে সত্যতায় সিলমোহর দিলেন অভিনেত্রী! অনেকাংশে স্বীকার করেই নিলেন তিনি শোয়ের আগেই বিয়ে সেরেছেন। তবে, এই বিয়েটি হয়ে যাওয়ার করার কথা ছিল গত বছর। হিনার কথায়, ‘‘আমার অসুস্থতার জন্য বিয়েটা পিছিয়ে যায়। কিন্তু শোয়ের নির্মাতারা আমাদের প্রেমিক-প্রেমিকা হিসেবেই নিতে চেয়েছিলেন। কিন্তু শোয়ে নাম যে হেতু ‘পতি পত্নী ও পঙ্গা’ তাই প্রেমিক-প্রেমিকা হয়ে আসতে চাইনি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement