Ahaan Panday Aneet Padda relationship

‘প্রেম’ বলা বারণ! বাস্তবে একে অন্যকে মন দিলেও কেন স্বীকার করছেন না অহান-অনীত?

বাণিজ্যিক সাফল্যের দিক থেকে পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি। অহান পাণ্ডে ও অনীত পড্ডার রসায়ন দেশেই প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:১৭
Share:

অহান পাণ্ডে ও অনীত পড্ডা। ছবি: সংগৃহীত।

প্রেক্ষাগৃহে ‘সইয়ারা’ মুক্তি পায় চলতি বছরের ১৮ জুলাই। বাণিজ্যিক সাফল্যের দিক থেকে পর্দায় ইতিহাস গড়েছে এই নতুন জুটি। অহান পাণ্ডে ও অনীত পড্ডার রসায়ন দেশেই প্রায় ৩০০ কোটির ব্যবসা করেছে। ওটিটি-তে মুক্তির পরেও সেই সাফল্যের ধারা অব্যাহত। গুঞ্জন, শুধু পর্দাতেই নয়, বাস্তবেও নাকি একে অন্যকে মন দিয়েছেন অহান ও অনীত।

Advertisement

পর্দায় অহান ও অনীতকে প্রেমে পড়তে দেখে দর্শকের মন ভরে উঠেছিল। এ বার সেই কাহিনিই কি বাস্তবেও সত্যি হতে চলেছে? প্রযোজক আদিত্য চোপড়ার ঘনিষ্ঠ এক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, বিনোদন দুনিয়ার অন্দরে তাঁদের (অহান পাণ্ডে ও অনীত পড্ডা) প্রেমকাহিনি চর্চিত। ‘সইয়ারা’ ছবির শুটিং করার সময়েই নাকি ধীরে ধীরে একে অন্যের প্রতি আকৃষ্ঠ হন তাঁরা। শুটিং চলাকালীন তো বটেই, কাজ শেষ হওয়ার পরেও নাকি নায়িকার যত্নে কোনও ত্রুটি রাখতেন না নায়ক। আস্তে আস্তে গভীর বন্ধুত্বই প্রেমে পরিণত হয়। সূত্রের বক্তব্য, “অনীত ও অহান সম্পর্কে রয়েছেন।”

নবীন প্রজন্মের দুই শিল্পী, ‘সইয়ারা’ মুক্তির পর অনেকেই তাঁদের ‘তারকা’ তকমাও দিয়েছেন। কিন্তু, এখনও নিজেদের সম্পর্ক নিয়ে নাকি মুখ খোলা বারণ তাঁদের। প্রযোজক আদিত্য চোপড়া মনে করেন, ‘সিঙ্গল’ তকমা মুছে ফেলার মতো সময় আসেনি তাঁদের। কর্মজীবন সবে শুরু, সম্পর্কের কথা প্রকাশ্যে এলে তা তাঁদের খ্যাতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সূত্রের দাবি, সেই কারণে প্রকাশ্যে দুই অভিনেতার কেউই এখন সম্পর্কের কথা স্বীকার করবেন না। উল্লেখ্য, তাঁরা দু’জনেই আদিত্য চোপড়ার সংস্থা ‘যশরাজ ফিল্মস’-এর সঙ্গে তিনটি ছবির চুক্তিতে সই করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement